এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > আর্থিক দুরাবস্থা দূর করতে রসগোল্লার হোম ডেলিভারি শুরু করলেন মমতার গুরুত্বপূর্ণ মন্ত্রী

আর্থিক দুরাবস্থা দূর করতে রসগোল্লার হোম ডেলিভারি শুরু করলেন মমতার গুরুত্বপূর্ণ মন্ত্রী


করোনা ভাইরাসকে আটকাতে বর্তমানে গোটা দেশে লকডাউন চলছে। পশ্চিমবঙ্গও তার ব্যতিক্রম নয়। কতদিন পর্যন্ত এই লকডাউন চলবে, তা কেউ জানেন না। আর এই লকডাউনের ফলে ব্যবসা-বাণিজ্য অনেকটাই বসে যেতে শুরু করেছে। বেশ কিছু ক্ষেত্রে কিছু কিছু দোকান রাজ্য সরকারের পক্ষ থেকে খুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও, মানুষ সেভাবে বাইরে না বেরোনোয় সেই ব্যবসা আজ ধুঁকছে।

আর এমন একটা পরিস্থিতিতে লোকজনের মধ্যে ছানা এবং মিষ্টির ব্যবসায়ীদের অসুবিধের কথা মাথায় রেখে সেই মিষ্টির হোম ডেলিভারি করার সিদ্ধান্ত নিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। সূত্রের খবর, করোনা ভাইরাসের জন্য লকডাউন শুরু হওয়ার পর থেকেই নিজের বাড়ি ছেড়ে পূর্বস্থলীর দামোদর পাড়ায় নিজের হাতে তৈরি একটি বৃদ্ধাশ্রমে থাকতে শুরু করেছেন রাজ্যের এই হেভিওয়েট মন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সকল ধর্মের মানুষের বাস এই বৃদ্ধাশ্রমে সকলের সাথে সময় কাটাচ্ছেন তিনি। নজর রাখছেন প্রতিটি দিকে। আর এবার সেই বৃদ্ধাশ্রমেই মিষ্টি তৈরি করে হোম ডেলিভারি করার সিদ্ধান্ত নিলেন স্বপন দেবনাথ। যার ফলে ব্যবসায়ীরা কিছুটা হলেও আশার আলো দেখতে শুরু করেছে। হঠাৎ এই উদ্যোগ কেন? এদিন এই প্রসঙ্গে স্বপন দেবনাথ বলেন, “গ্রামীণ এলাকার ছানা উৎপাদনকারী ও মিষ্টি কারিগরেরা সবাই গরিব। লকডাউন পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।”

তিনি আরও জানিয়েছেন, “ওরা আমার বৃদ্ধাশ্রমে মিষ্টি বানাচ্ছে। অনেকে বরাত দিচ্ছেন। হোম ডেলিভারি করার জন্য তাদেরই একজনকে ঠিক করা হয়েছে। এতে ওরা আর্থিকভাবে লাভবান হবেন। ওদের তৈরি রসগোল্লার হোম ডেলিভারি যাতে বেশি সংখ্যক মানুষ জানতে পারেন, তাই আমি এখন রসগোল্লার নমুনা বিক্রি করে বেড়াচ্ছি।” বিশেষজ্ঞরা বলছেন, জনপ্রতিনিধি এমনটাই হওয়া উচিত।

সত্যিই স্বপন দেবনাথ লকডাউনের পর থেকে যেভাবে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে চলেছেন, তা নজির স্থাপন করেছে গোটা রাজ্যে। ব্যবসায়ীদের দুর্দিনে যেভাবে নিজের তৈরি বৃদ্ধাশ্রম সেই ব্যবসায়ীদের দিয়ে সেখানে মিষ্টি তৈরি করিয়ে মানুষের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করলেন রাজ্যের এই হেভিওয়েট মন্ত্রী, তাতে তার উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সকলেই‌।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!