এখন পড়ছেন
হোম > অন্যান্য > চিনির পরিবর্তে খাবারে ওয়াশিং সোডা ৪ বছরের শিশুকে! গুরুতর অসুস্থ শিশু

চিনির পরিবর্তে খাবারে ওয়াশিং সোডা ৪ বছরের শিশুকে! গুরুতর অসুস্থ শিশু


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি এক রেস্তোঁরাায় অবহেলার এক অদ্ভুত ঘটনা ঘটতে দেখা গেছে। রেস্তোঁরাায় একটি বাচ্চা খাবার খাওয়ার পর মুখসুদ্ধি বা মাউথ ফ্রেশনার চাইলে ওয়েটার তাকে চিনির পরিবর্তে কস্টিক সোডা দিয়েছে বলে জানা যায়। যার ফলে চার বছরের ওই শিশুটিকে দু’দিন আইসিইউতে কাটাতে হয়। ঘটনাটি ঘটেছে পুনের একটি রেস্তোরাঁয়।

তথ্য সূত্রে জানা গেছে, রবিবার শিশুটি তার দাদু এবং দাদার সঙ্গে ওই রেস্তোঁরাতে গিয়েছিল। রেস্তোরায় এদিন বাচ্চাটি খাবার খাওয়ার পর ওয়েটারের কাছে মুখসুদ্ধি হিসেবে চিনি চায় এবং এরপর ওয়েটার তাকে যা দেয় সেটা মুখে দেওয়া মাত্র জ্বলন্ত জিভ নিয়ে তাকে চিৎকার করতে দেখা যায়। তাকে ব্যথায় ছটফট করতে দেখে এরপর তার দাদু তাকে দ্রুত দীননাথ মঙ্গেশকর হাসপাতালে নিয়ে যান।

জানা গেছে, সেখানে গেলে সোডা জাতীয় কোনো জিনিস জিভে লাগার ফলেই এমনটা হয়েছে বলেই মনে করেন চিকিৎসকরা। এরপর তাঁদের অনুমান ঠিক কিনা তা পরীক্ষা করার জন্য চিকিৎসকরা শিশুটির এন্ডোস্কোপি করেন। সেইসঙ্গে মঙ্গেশকর হাসপাতাল থেকে প্রাপ্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, এই ঘটনায় শিশুটির খাদ্যনালীতে ক্ষতি হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবং সেটা সোডার কারণেই হয়েছে বলেও জানান হয়েছে হাসপাতাল সূত্রে। অন্যদিকে, মঙ্গলবার রেস্তোঁরাটির মালিক ও ওয়েটারের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেই জানা গেছে। যদিও পুলিশ এখনও ওই ওয়েটারকে সনাক্ত করতে পারেনি। তবে ভারতীয় দণ্ডবিধির ৩৩৭ ধারায় ওই ওয়েটারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

সেইসঙ্গে তাকে সনাক্ত করার জন্য রেস্তোঁরার সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করা হচ্ছে বলেও জানা গেছে। অন্যদিকে একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শিশুটির পরিবারের তরফে জানান হয়েছে যে, রবিবার ৬:৩০ টা নাগাদ তারা রেস্তোঁরাটিতে যায়। এরপর শিশুটি মুখসুদ্ধী চাইলে একটি ওয়েটার তাকে একটি বোতল হাতে দেয়।

এরপর শিশুটি সেটি মুখে দিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে দেখে তার দাদু সেটির স্বাদ নিয়ে দেখেন যে এটি সোডা। এরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে, সাম্প্রতিককালে রেস্তোরাঁতে এহেন অবহেলার ঘটনা নজির বিহীন বলেই উল্লেখ করেছেন অনেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!