এখন পড়ছেন
হোম > জাতীয় > সুখবর? আর এক মাসের মধ্যেই করোনা মুক্ত হবে ভারত? সামনে এল গুরুত্বপূর্ণ গবেষণার তথ্য

সুখবর? আর এক মাসের মধ্যেই করোনা মুক্ত হবে ভারত? সামনে এল গুরুত্বপূর্ণ গবেষণার তথ্য

কোনো প্রতিষেধক না থাকায় করোনা ভাইরাস দ্রুত মানব দেহে ছড়িয়ে পড়তে শুরু করেছে। আর একের পর এক মানুষের শরীরে এই করোনা ভাইরাস বাসা বাধায় রীতিমতো চিন্তিত গোটা বিশ্ব। বিশ্বের সমস্ত দেশের কাছে আজ একটাই টার্গেট, কিভাবে নিজেদের দেশকে করোনামুক্ত করা যায়। যার কারণে সামাজিক দূরত্বকে মান্যতা দিয়ে কমবেশি প্রতিটা দেশ লকডাউনের পথ বেছে নিয়েছে। আর এই লকডাউনের ফলে অনেকটাই কমতে শুরু করেছে করোনা ভাইরাসের সংক্রমণ।

ভারতবর্ষ ইতিমধ্যেই তার সুফল পেয়েছে। তবে দেশবাসীর মনে এখনও সংশয় রয়েছে যে, কবে পূর্ণাঙ্গভাবে বিদায় নেবে করোনা ভাইরাস? আর নানা মহলে যখন এই প্রশ্ন উঠতে শুরু করেছে, ঠিক তখনই খুশির খবর শোনালো সিঙ্গাপুর ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ডিজাইন। সূত্রের খবর, তাদের বক্তব্য অনুযায়ী, আগামী একুশে মের মধ্যে ভারতে করোনা ভাইরাসের প্রকোপ কমতে শুরু করবে। আর এসইউটিডির এই বক্তব্য এখন রীতিমত আশার আলো তৈরি করেছে গোটা দেশজুড়ে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাহলে কি সত্যিই 21 মের পর থেকে ভারতবর্ষ করোনা মুক্ত হতে শুরু করবে? এই সংস্থার দাবি, শুধু ভারত নয়, বিশ্ব থেকে 97% করোনা ভাইরাস দূরীভূত হবে 29 মের মধ্যে এবং চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পুরোপুরিভাবে করোনা ভাইরাস বিলুপ্ত হয়ে যাবে। অন্যদিকে 11 মের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে 97 শতাংশ এবং 7 মের মধ্যে ইতালিতে 97% সংক্রমণ কমে যাবে বলেও জানিয়ে দিয়েছে এই সংস্থা।

আর রীতিমতো দিন, তারিখ দিয়ে যেভাবে করোনা ভাইরাস চলে যাবে বলে জানিয়ে দিল সিঙ্গাপুর ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ডিজাইন, তাতে ঘোর সংকটকালে অনেকের মধ্যেই খুশির হাওয়া তৈরি হচ্ছে। বস্তুত, এখনও পর্যন্ত ভারত সেভাবে করোনা ভাইরাস থেকে মুক্তি পায়নি। রবিবার পর্যন্ত গোটা দেশে আক্রান্তের সংখ্যা 26 হাজার 496 জন। যেখানে মৃত্যু হয়েছে 824 জনের। আর এমন একটা পরিস্থিতিতে এই মৃত্যুলীলা বন্ধ করতে সকলে কবে করোনা ভাইরাস বিদায় নেয়, তার দিকে তাকিয়ে রয়েছেন। সব মিলিয়ে এখন সত্যিই 21 মের পর ভারতবর্ষ করোনা ভাইরাসে মুক্ত দেশ বলে দাবি করতে পারে কিনা, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!