এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > অধীর গড়ে পুর নির্বাচনে সাফল্য পেতে মাঠে নামলেন শুভেন্দু, বৈঠক ঘিরে জোর জল্পনা

অধীর গড়ে পুর নির্বাচনে সাফল্য পেতে মাঠে নামলেন শুভেন্দু, বৈঠক ঘিরে জোর জল্পনা


বহরমপুরের বেতাজ বাদশার নাম অধীর রঞ্জন চৌধুরী। একথা স্বীকার করেন প্রত্যেকেই। কংগ্রেসের এই দাপুটে নেতার গড়ে বহু চেষ্টা করেও, লাভ হয়নি তৃণমূল কংগ্রেসের। যার ফলে বেশ কিছুদিন আগে এই মুর্শিদাবাদ জেলায় ঘাসফুল ফোটানোর জন্য তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল দক্ষ, সাংগঠনিক নেতা হিসেবে পরিচিত রাজ্যের হেভিওয়েট মন্ত্রী শুভেন্দু অধিকারীকে। আর দায়িত্ব নিয়েই বিরোধীদের দখলে থাকা নানা পৌরসভা ভাঙিয়ে নিজেদের দখলে আনতে সক্ষম হন শুভেন্দুবাবু।

এমনকি গত লোকসভা নির্বাচনেও, অধীর রঞ্জন চৌধুরীর শক্তঘাঁটি বলে পরিচিত এই মুর্শিদাবাদ জেলায় শুভেন্দু অধিকারীর হাত ধরে ভালো ফল করে তৃণমূল কংগ্রেস। কিন্তু শুভেন্দুবাবু শক্ত হাতে সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা করলেও, একদিকে দলের কোন্দল, আর অন্যদিকে নেতাদের নিষ্ক্রিয়তা এখন চিন্তায় ফেলেছে তৃণমূল কংগ্রেসকে।

সম্প্রতি মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জে জেলা পরিষদের কর্মাধক্ষ এবং তৃণমূল বিধায়কের মধ্যেকার বিবাদ নজর কেড়েছে সকলের। আর এমত পরিস্থিতিতে সামনের পৌরসভা নির্বাচনে যাতে কোনো কোন্দল ভোটের ফলাফলে প্রভাব ফেলতে পারে, তার জন্য এখন থেকেই জেলার সমস্ত পৌরসভার চেয়ারম্যান এবং শহর সভাপতিদের নিয়ে বৈঠক করলেন জেলা তৃণমূলের পর্যবেক্ষক তথা মন্ত্রী শুভেন্দু অধিকারী।

সূত্রের খবর, সোমবার সন্ধ্যায় কলকাতার একটি সভাগৃহে মুর্শিদাবাদ জেলার সমস্ত পৌরসভার তৃণমূলের চেয়ারম্যান এবং শহর তৃণমূল সভাপতিদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন শুভেন্দুবাবু। আর সেখানেই সকল নেতাদের ভোটের ময়দানে ঝাঁপিয়ে পড়ার পাশাপাশি মাধ্যমিক পরীক্ষায় যাতে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়, তার দিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে জেলায় দলের যে গোষ্ঠী কোন্দল তৈরি হয়েছে, তা যাতে অবিলম্বে মিটিয়ে ফেলা যায় তার জন্য কড়া নির্দেশ এসেছে তার পক্ষ থেকে। এদিনের এই বৈঠকে শুভেন্দু অধিকারী জেলা নেতাদের উদ্দেশ্যে বলেন, “যেখানে যা গোলমাল রয়েছে, তা নিজেদের মধ্যে আলোচনা করে দ্রুত মিটিয়ে নিতে হবে।” অর্থাৎ নির্বাচনের সময় তিনি যে এগুলো আর বরদাস্ত করবেন না, তা কার্যত স্পষ্টভাষায় নিজের বক্তব্যের মধ্যে দিয়ে মুর্শিদাবাদ জেলা নেতাদের বুঝিয়ে দিয়েছেন জেলা তৃণমূলের পর্যবেক্ষক বলে মত ওয়াকিবহাল মহলের।

এদিন এই বৈঠক থেকে বেরিয়ে জেলা তৃণমূলের সভাপতি আবু তাহের খান বলেন, “এখন থেকে প্রার্থী ঠিক করতে বলা হয়েছে। ওয়ার্ড ভিত্তিক একাধিক প্রার্থী তালিকা ঠিক করতে হবে। প্রার্থী হিসেবে নতুন মুখ তুলে আনতে হবে। প্রচারের জন্য দেওয়াল লিখন শুরু সহ একাধিক নির্দেশ দেওয়া হয়েছে।”

অন্যদিকে এই ব্যাপারে মুর্শিদাবাদ জেলা তৃণমূলের চেয়ারম্যান সুব্রত সাহা বলেন, “পৌরসভা নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন পর্যবেক্ষক। সকলকে সঙ্গে নিয়ে ভোট করা হবে।” তবে জেলা পর্যবেক্ষক যে কথাই বলুন না কেন, একদিকে বহরমপুর পৌরসভার বিদায়ী চেয়ারম্যানের নিষ্ক্রিয়তা, আর অন্যদিকে নেতায়-নেতায় গোষ্ঠী কোন্দল বন্ধ করে তৃণমূল মুর্শিদাবাদে কতটা ভালো ফল করতে পারে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!