এখন পড়ছেন
হোম > রাজ্য > সত্য উদঘাটিত হওয়ার ভয়ে অমিত শাহ মৃত কর্মীদের বাড়ি যাচ্ছেন না দাবী পার্থ চ্যাটার্জীর

সত্য উদঘাটিত হওয়ার ভয়ে অমিত শাহ মৃত কর্মীদের বাড়ি যাচ্ছেন না দাবী পার্থ চ্যাটার্জীর

পূর্বনির্ধারতি পরিকল্পনা মাফিক কেন কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব অমিত শাহ পুুরুলিয়ার বলরামপুরের নিহত তিন বিজেপি কর্মীর বাড়ি যাচ্ছেন না তা নিয়ে তীব্র কটাক্ষ করলেন এদিন তৃণমূলের মহাসচিব ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলছেন ভয়েই বিজেপি সভাপতি বুদ্ধি করে বঙ্গ সফরের কর্মসূচিতে কৌশলী পরিবর্তন এনেছেন। এছাড়া কটাক্ষের সুরে এদিন তিনি জানান যে ,ওই তিন বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে যা এখনো তদন্ত চলছে। বিজেপি নেতৃত্ব তো তা নিয়ে কম নাটক করেনি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তাহলে এখন কেন নিহতদের বাড়িতে যাচ্ছেন না অমিত শাহ? এর কারণ হিসাবে পার্থবাবু দাবি করলেন যে আসলে কর্মীদের বাড়ি গেলেই তো সত্যিটা জানাজানি হয়ে যাবে তাই বোধহয় এড়িয়ে যাচ্ছেন।
রাজনৈতিক সূত্রের খবর থেকে জানা গেছে, চলতি মাসের ২৮ তারিখ বিজেপি রাজ্য সভাপতি অমিত শাহ বঙ্গ সফরে আসবেন। আর তখন পুরুলিয়ায় মৃত বিজেপি কর্মীদের( ত্রিলোচন মাহাতো,জগন্নাথ টুডু,দুলাল কুমার) বাড়ি যাবেন। কিন্তু পরে সেই কর্মসূচি পরিবর্তন করে পুরুলিয়াতে বিজেপির বৃহত্তর জনসভা করার সিদ্ধান্ত নেয় পদ্মশিবির। ঠিক করা হয়, ওই জনসভাতেই নিহত তিনকর্মীর পরিবারকেকে ডেকে নেওয়া হবে।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এ প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান যে বর্ষাকালে গ্রামের কাঁচা রাস্তা দিয়ে অমিতজিকে নিয়ে গেলো পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না বলেই কর্মসূচিতে পরিবর্তন করা হয়েছে। দিলীপবাবুর এই সাফাই এর পর পার্থবাবুকে জিজ্ঞেস করা হলে তিনি জানান যে তিনি নাকি এ ব্যাপারে কিছুই শোনেননি।
উল্লেখ্য,পুরুলিয়ার বলরামপুরে ওই তিন বিজেপি কর্মীর খুনকে কেন্দ্র করে তোলপাড় হয়েছিল রাজ্যের পদ্ম শিবির সমেত রাজ্যের রাজনীতি । জেলায় জেলায় প্রতিবাদ, কম আন্দোলন হয়নি দোষীদের শাস্তির দাবিতে। এদিনও রাজ্য বিজেপি কার্যালয় থেকে রাণি রাসমনি অ্যাভিনিউ অব্দি প্রতিবাদ মিছিল করে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর কাছে দাবীপত্র পেশ করে এসসি মোর্চা। এই একটি কারণে দলীয় সমর্থন জোগাতে পূর্ব মেদিনীপুর, আলিপুদুয়ার মুর্শিদাবাদ এবং হুগলির বিজেপি কর্মী তথা সমর্থকরা জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ আন্দেলনে সামিল হন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!