ত্রিপুরা বিধানসভা নির্বাচন: প্রিয়বন্ধু মিডিয়ার এক্সক্লুসিভ ফাইনাল ওপিনিয়ন পোল জাতীয় বিশেষ খবর ভোটের সমীক্ষা February 17, 2018 ৬০ আসন বিশিষ্ট ত্রিপুরা বিধানসভায় আগামীকাল ৫৯ টি আসনে ভোটগ্রহণ হতে চলেছে, চড়িলাম কেন্দ্রের বামপ্রার্থীর আকস্মিক মৃত্যুতে সেখানে পরবর্তীকালে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রিয়বন্ধু মিডিয়ার তরফ থেকে গত ২ সপ্তাহে ত্রিপুরার বিভিন্ন কেন্দ্রে ঘুরে বিভিন্ন প্রশ্নের ভিত্তিতে ফাইনাল ওপিনিয়ন পোল প্রস্তুত করা হল। এই জনমত সমীক্ষা কোনোমতেই নির্বাচনকে প্রভাবিত করার প্রচেষ্টা নয়, বরং নির্বাচনের প্রাক্কালে ত্রিপুরাবাসী কি ভাবছেন tar একটা আভাস তুলে আনার প্রচেষ্টা মাত্র। আমাদের ফাইনাল ওপিনিয়ন অনুযায়ী ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সাম্ভাব্য ফলাফল নিম্নরূপ হতে পারে। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে আগামীকাল হতে চলা ৫৯ টি আসনের সাম্ভাব্য বিন্যাস বামফ্রন্ট – ৩৭ বিজেপি – ২২ কংগ্রেস – ০ তৃণমূল কংগ্রেস – ০ অন্যান্য – ০ সাম্ভাব্য জয়ী হেভিওয়েট প্রার্থীরা হলেন – ১. ধনপুর থেকে বামপ্রার্থী ও মুখ্যমন্ত্রী মানিক সরকার ২. বাধারঘাট থেকে বামপ্রার্থী ও রাজ্যসভার সদস্য ঝর্ণা দাস বৈদ্য ৩. সিমনা থেকে আইপিএফটি প্রার্থী বৃষকেতু দেববর্মা ৪. মোহনপুর থেকে বিজেপি প্রার্থী রতনলাল নাথ ৫. আগরতলা থেকে বিজেপি প্রার্থী সুদীপ রায়বর্মন সাম্ভাব্য পরাজিত হেভিওয়েট প্রার্থীরা হলেন – ১. বনমালীপুর থেকে বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব ২. বিশালগড় থেকে রাজ্যের মন্ত্রী ভানুলাল সাহা আপনার মতামত জানান -