এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দলের শক্তি বৃদ্ধির উদ্যেশ্যে বিজেপির দেখানো পথেই পা বাড়াতে চলেছে তৃণমূল

দলের শক্তি বৃদ্ধির উদ্যেশ্যে বিজেপির দেখানো পথেই পা বাড়াতে চলেছে তৃণমূল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দলের শক্তি বাড়াতে এবার বিজেপির দেখানো পথে চলবার সিদ্ধান্ত নিল রাজ্যের শাসক দল তৃণমূল। গত শনিবার বিজেপির নবনির্বাচিত বিধায়কদের প্রশিক্ষণ দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভায় তাঁদের কী করনীয়? সে বিষয় তাঁদের জানানো হয়েছে। এবার তৃণমূল দলের নবনির্বাচিত বিধায়কদের প্রশিক্ষণ দিতে চলেছেন তৃণমূলের অভিজ্ঞ বিধায়ক ও বর্ষীয়ান নেতারা। আজ সোমবার তৃণমূলের নবনির্বাচিত বিধায়কদের হতে চলেছে প্রশিক্ষণ।

তৃণমূলের নবনির্বাচিত বিধায়কদের আজ প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তৃণমূলের বহু নবনির্বাচিত বিধায়ক রয়েছেন, যারা বিধানসভার ভেতরের নিয়ম-কানুন ও কার্যক্রম সম্পর্কে খুব একটা পরিচিত নন। তাই এ বিষয়ে তাঁদের দক্ষ করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন যে, আজ বেলা বারোটার সময় তৃণমূলের সমস্ত বিধায়কদের নিয়ে নৌশার আলি কক্ষে দলের বৈঠক ডাকা হয়েছে। দলের নবনির্বাচিত বিধায়কদের এখানে প্রশিক্ষণ দেয়া হবে। নতুন বিধায়কদের অনেক কিছু শেখানো হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় আরও জানিয়েছেন যে, আজকের বৈঠকে নতুন বিধায়কদের সঙ্গে প্রবীণ ও অভিজ্ঞ বিধায়কেরাও উপস্থিত থাকবেন। আজ থেকে নতুন বিধায়কদের প্রশিক্ষণ দিতে চলেছেন তৃণমূলের পরিষদীয় দলের প্রতিনিধিরা। সিদ্ধান্ত নেয়া হয়েছে, নতুন বিধায়কদের আগামী দিনে দক্ষ রাজনীতিবিদ ও সুবক্তা করে তুলতে হবে। পরিষদীয় রাজনীতিতে তাঁদের সুদক্ষ করে তুলতে হবে।

গত শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের নতুন বিধায়কদের নিয়মিত বিধানসভায় উপস্থিত হতে ও বিধানসভার অধিবেশনে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন। অভিজ্ঞদের কাছ থেকে পরিষদীয় রীতিনীতির ব্যাপারে শিক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। আবার ইতিপূর্বে তিনি নির্দেশ দিয়েছেন যে, মন্ত্রী, বিধায়ক সকলকেই বিধানসভায় নিয়মিত উপস্থিত থাকতে হবে। নিয়মিত সকলকে বিধানসভার অধিবেশনে যোগ দিতে হবে।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!