এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সারদা-নারদা কাণ্ডে ফের কি জেলে যেতে চলেছেন তৃণমূল নেতারা? বিজেপি সাংসদের মন্তব্যে জল্পনা

সারদা-নারদা কাণ্ডে ফের কি জেলে যেতে চলেছেন তৃণমূল নেতারা? বিজেপি সাংসদের মন্তব্যে জল্পনা


সারদা-নারদা কাণ্ডে লোকসভা ভোট মেটার পর থেকেই নড়েচড়ে বসেছে সিবিআই ও ইডি। তৃণমূলের হেভিওয়েট নেতানেত্রীকে তলব করেছে তদন্তকারী সংস্থা। যদিও এই নিয়ে তৃণমূলের দাবি যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই এহেন কার্যকলাপ করছে তদন্তকারী সংস্থা, আর তা সবই হচ্ছে কেন্দ্রীয় সরকারের আঙ্গুলি হেলনে। আর এদিন সেই নিয়েই রাজ্য বিজেপি সভাপতি তথা পূর্ব মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ বিস্ফোরক মন্তব্য করে জল্পনাকে বহুগুন বাড়িয়ে দিলেন বলে জানা যাচ্ছে।

সোমবার পূর্ব মেদিনীপুরের মেচেদায় তৃণমূল ও পুলিশকে কড়া ভাষায় হুঁশিয়ার দিলেন বিজেপির রাজ্য সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ।তিনি হুঁশিয়ারি দিয়ে দাবি করেন যে, ‘দেশের প্রাক্তন অর্থ মন্ত্রী চিদাম্বরমকে জেল খাটতে হচ্ছে, এর তো কে ছার। দুর্গাপূজার সময় তৃণমূলের বেশকিছু নেতাকে জেলের মধ্যে থেকে পুজো দেখতে হবে। আর কেউ তা বাঁচাতে পারবে না। টিকিট কাটা হয়ে গেছে শুধুই সময়ের অপেক্ষা। সিবিআই যদি দিল্লি থেকে চেন্নাইতে গিয়ে চিদাম্বরমকে গ্রেফতার করতে পারে। তাহলে দিল্লি থেকে কলকাতায় গিয়ে চোরেদের গ্রেফতার করতে বেশি সময় লাগবে না।’

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এর পরেই শুরু জোরদার জল্পনা। কেননা সারদা-নারদা কাণ্ডে নাম জড়িয়েছে একের পর এক হেভিওয়েট তৃণমূল নেতা-নেত্রীর। আর তার জেরে ইতিমধ্যেই জেলে থাকতে হয়েছে তৃণমূল সাংসদ তাপস পাল, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কুনাল ঘোষ ,রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রকে। যদিও এখন তাঁরা জামিনে মুক্ত আছেন। কিন্তু ফাঁড়া কাটেনি এখনো। তদন্তের স্বার্থে তাদেরকে ফের ডাকা হচ্ছে।

আর এই নিয়েই তৃণমূলের দাবি রাজনৈতিক হিংসা চরিতার্থের জন্যই এইভাবে তৃণমূল নেতাদের নাম জড়ানো হচ্ছে। আর তদন্তকারী সংস্থাগুলো এই কাজ করছে কেন্দ্রের বিজেপি সরকারের নির্দেশেই। যদিও তৃণমূলের এই অভিযোগকে নস্যাৎ করে বিজেপির দাবি তৎকালীন তৃণমূল নেতা বর্তমানে বিজেপি নেতা মুকুল রায়কেও তদন্তের স্বার্থে ফের ডাকছে তদন্তকারী সংস্থা। তারা তাদের মতো কাজ করছে এখানে বিজেপি সরকার কোনোভাবেই যুক্ত নয়।

কিন্তু এদিনের দিলীপবাবুর মন্তব্যের পর তৃণমূলের তরফ থেকে ফের প্রশ্ন তোলা হচ্ছেযে যদি বিজেপি সরকার যুক্ত না থাকে তবে কি করে দিলীপবাবু জানলেন যে দুর্গাপূজার সময় তৃণমূলের বেশকিছু নেতাকে জেলের মধ্যে থেকে পুজো দেখতে হবে।সব বিজেপির চক্রান্ত। আর লোকসভা ভোট মেটার পর রাজ্যে নিজেদের ইমেজ ঠিক রাখতে এবার এই নিয়েই সুর চড়াতে শুরু করেছে তৃণমূল বাহিনী। এখন দেখার এর জবাবে কি বলেন দিলীপবাবু।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!