এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > দলের বিক্ষুব্ধ ও দল ত্যাগী নেতাদের কঠোর বার্তা মুখ্যমন্ত্রীর

দলের বিক্ষুব্ধ ও দল ত্যাগী নেতাদের কঠোর বার্তা মুখ্যমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ দলের বিক্ষুব্ধ ও দলত্যাগী নেতাদের তীব্র ভাষায় কটাক্ষ ও আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি চারদিনের সফরে উত্তরবঙ্গে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে জনসভা করলেন মুখ্যমন্ত্রী। এই জনসভায় থেকে তিনি একদিকে যেমন আক্রমণ করলেন প্রধান প্রতিপক্ষ বিজেপিকে, সেই সঙ্গে তিনি প্রবল কটাক্ষ করলেন দলের বিক্ষুব্ধ ও দল ছেড়ে দেওয়া নেতাদেরকে।

জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জানালেন যে, যারা লোভী, যারা ভোগী, তাঁদের জন্য রাস্তা খোলা আছে। তাঁরা চলে যেতে পারেন। তিনি জানালেন যে, যে বেশি দুর্নীতি করেছে, সেই দল থেকে পালিয়ে যাচ্ছে। কিন্তু তৃণমূলে যারা থাকবেন, তাঁদের শৃংখলাবদ্ধ হয়ে থাকতে হবে। মুখ্যমন্ত্রী জানালেন যে, তৃণমূলের টিকিট টাকা দিয়ে বিক্রি হয়না। তৃণমূলের টিকিট পেতে গেলে লবি করার প্রয়োজন হয়না। তৃণমূলের বিধায়ক ও সাংসদদের টাকা দিয়ে কেনা যায় না, বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর মুখ্যমন্ত্রী সরাসরি নাম না করেও তৃণমূল ছেড়ে বিজেপিতে সদ্য যোগদান করা রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ সানালেন। তিনি জানালেন যে, বন সহায়ক পদ নিয়ে কারসাজি করা করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করছে রাজ্য সরকার। চুরি করে বিজেপিতে যোগদান করা হয়েছে। এরপরই মুখ্যমন্ত্রী জানলেন যে, যারা ভ্রষ্টাচার করেছেন, তাঁরা পালিয়ে যাবেনই। তৃণমূল কংগ্রেসের আসন নেওয়া সহজ কথা নয়। তৃণমূল কংগ্রেস এসেছে লড়াই করে। এখনো লড়াই করবে। কেউ কেউ ভয়ে পালিয়ে যাচ্ছে দল থেকে।

দলত্যাগীদের কটাক্ষ করে তিনি জানালেন যে, নিজের লেজে যখন আগুন লাগবে, তখন তাঁরা বুঝতে পারবেন। এরপরই জনতার উদ্দেশ্যে তিনি জানালেন যে, বিজেপি যদি টাকা দেয় তবে সে টাকা নিয়ে নিতে। কিন্তু ভোট তৃণমুলকেই দিতে। সরাসরি নাম না নিলেও ভ্রষ্টাচার বলতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দলত্যাগী নেতাদেরকেই নিশানা করেছেন, সে বিষয়ে কোন সন্দেহ নেই। তাঁদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেছেন যে, বিজেপিতে গিয়ে এরা লঙ্কা কান্ড ঘটাবে, নিজের লেজেই আগুন দিয়ে। তারপর দলের বেসূরোদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন যে, যারা বিজেপিতে যেতে চান, তাঁরা যেতে পারেন, ভোগীদের যাওয়ার জন্য পথ খোলা আছে।

প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে একেবারে মুখ থুবড়ে পড়েছিল শাসকদল তৃণমূল। উত্তরবঙ্গের প্রায় সবকটি আসন দখল করে নেয় বিজেপি। লোকসভা নির্বাচনের পর থেকে উত্তরবঙ্গে ক্রমশ শক্তি বাড়াচ্ছে বিজেপি। সেইসাথে গোষ্ঠী দ্বন্দ্বের ঘটনা বারবার ঘটছে উত্তরবঙ্গে। এই পরিস্থিতিতে দলের বেসুরো ও দল ত্যাগীদের তীব্র কটাক্ষ ও হুঁশিয়ারি দিয়ে দলের নেতাকর্মীদের উদ্বুদ্ধ করলেন মুখ্যমন্ত্রী। এমনটাই রাজনৈতিক মহলের দাবি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!