এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাম-কংগ্রেস জোট শেষপর্যন্ত হলে সিপিএম, কংগ্রেস, সিপিআই, ফরোয়ার্ড ব্লক ও সিপিআই – কে কোন আসনে লড়তে পারে?

বাম-কংগ্রেস জোট শেষপর্যন্ত হলে সিপিএম, কংগ্রেস, সিপিআই, ফরোয়ার্ড ব্লক ও সিপিআই – কে কোন আসনে লড়তে পারে?


প্রিয় বন্ধু মিডিয়া এক্সক্লুসিভ – আসন্ন লোকসভা নির্বাচনে ২০১৬-এর মতোই কংগ্রেস ও বামফ্রন্টের আসন সমঝোতা হওয়ার প্রবল সম্ভাবনা তৈরী হচ্ছে। একদিকে তৃণমূল কংগ্রেসের ৪২ এ ৪২ করার ডাক ও অন্যদিকে বিজেপির রাজ্য থেকে ২২-২৩ টি আসন জেতার প্রবল হুঙ্কারের মাঝে দাঁড়িয়ে আলাদা আলাদা নয়, একযোগে লড়াই করার মধ্যেই স্বার্থকতা দেখছেন বামফ্রন্ট ও কংগ্রেসের নেতৃত্ব। কেননা, রাজ্যে বিজেপির প্রবল উত্থান ও তৃণমূলের দল ভাঙানোর খেলায় – ২০১৪-এর জেতা ৬ টি আসনও আর নিরাপদ নয় কংগ্রেস ও বামফ্রন্টের কাছে।

তবে জোট হলে কে কোন আসনে লড়তে পারে তা নিয়ে কার্যত মুখে কুলুপ এঁটেছেন জোটপন্থী সবাই। তাই সরকারিভাবে জানার উপায় নেই, কে কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে – তবুও বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী রাজ্যের ৪২ টি আসনে সিপিএম, কংগ্রেস, সিপিআই, ফরোয়ার্ড ব্লক ও সিপিআই লড়তে পারে নিম্নলিখিতভাবে (এই তালিকা মোটেই সরকারিভাবে ঘোষিত তালিকা নয়, বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত খবরের একান্তভাবেই প্রিয় বন্ধু মিডিয়ার নিজস্ব মতামত) –

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

১. কুচবিহার – কংগ্রেস
২. আলিপুরদুয়ার – আরএসপি
৩. জলপাইগুড়ি – আরএসপি
৪. দার্জিলিং – সিপিএম
৫. রায়গঞ্জ – সিপিএম
৬. বালুরঘাট – কংগ্রেস
৭. মালদা উত্তর – কংগ্রেস

৮. মালদা দক্ষিণ – কংগ্রেস
৯. জঙ্গিপুর – কংগ্রেস
১০. বহরমপুর – কংগ্রেস
১১. মুর্শিদাবাদ – সিপিএম
১২. কৃষ্ণনগর – সিপিএম
১৩. রানাঘাট – সিপিএম
১৪. বনগাঁ – সিপিএম

১৫. ব্যারাকপুর – কংগ্রেস
১৬. দমদম – সিপিএম
১৭. বারাসত – কংগ্রেস
১৮. বসিরহাট – সিপিআই
১৯. জয়নগর – আরএসপি
২০. মথুরাপুর – সিপিএম
২১. ডায়মন্ড হারবার – সিপিএম

২২. যাদবপুর – সিপিএম
২৩. কলকাতা দক্ষিণ – কংগ্রেস
২৪. কলকাতা উত্তর – কংগ্রেস
২৫. হাওড়া – কংগ্রেস
২৬. উলুবেড়িয়া – সিপিএম
২৭. শ্রীরামপুর – কংগ্রেস
২৮. হুগলী – ফরোয়ার্ড ব্লক

২৯. আরামবাগ – সিপিএম
৩০. তমলুক – ফরোয়ার্ড ব্লক
৩১. কাঁথি – সিপিএম
৩২. ঘাটাল – সিপিআই
৩৩. ঝাড়গ্রাম – সিপিএম
৩৪. মেদিনীপুর – সিপিআই
৩৫. পুরুলিয়া – কংগ্রেস

৩৬. বাঁকুড়া – সিপিএম
৩৭. বিষ্ণুপুর – সিপিএম
৩৮. বর্ধমান পূর্ব – সিপিএম
৩৯. বর্ধমান দুর্গাপুর – সিপিএম
৪০. আসানসোল – সিপিএম
৪১. বোলপুর – সিপিএম
৪২. বীরভূম – ফরোয়ার্ড ব্লক

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!