এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ফিরহাদ-সাধন -পরেশের পর ফের আর এক মন্ত্রীর কোন্দল সামনে, খাস কলকাতার বুকে ধুমধুমার দুই গোষ্ঠীর,

ফিরহাদ-সাধন -পরেশের পর ফের আর এক মন্ত্রীর কোন্দল সামনে, খাস কলকাতার বুকে ধুমধুমার দুই গোষ্ঠীর,


তৃণমূলের গোষ্ঠীকোন্দল পুরোনো নয়, এনিয়ে বহুবার নিজের দলের লোকেদের সাবধান করেছেন তৃণমূলনেত্রী সমেত দলীয় নেতৃত্ব কিন্তু কাজ হয়নি। বেড়েছে বই কমেনি। তবে মন্ত্রীরদের মধ্যে কোন্দল তেমনভাবে চোখে পড়েনি।

তবে সম্প্রতি সেই কোন্দল সামনে এসেছে , আমফানের তান্ডবের পর যখন বিদ্যৎ,জলের দাবিতে রাস্তায় লোকজন বের হয়ে বিক্ষোভ দেখতে শুরু করেছে বিরোধীরা পুরসভার ব্যার্থতা নিয়ে মুখ খুলেছে ঠিক তখনিই সাধন পান্ডেও ফিরহাদ হাকিমকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। পাল্টা দিয়েছেন ফিরহাদ হাকিমও। সামনে এসেছে মন্ত্রীদের কোন্দল , তার রেশ মিটতে না মিটতেই এবার সামনে এলো বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্যোপাধ্যায়ের গোষ্ঠী ও জুঁই বিশ্বাসের গোষ্ঠীর কোন্দল।

জানা যাচ্ছে, বৃহস্পতিবার রাতে নিউ আলিপুরে তৃণমূলের শোভনদেব গোষ্ঠী ও জুঁই বিশ্বাসের গোষ্ঠীর মধ্যেই শুরু হয় হাতাহাতি, সংঘর্ষে আহত হয়েছেন দুপক্ষই। অভিযোগ, বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ শোভনদেব গোষ্ঠীর এক সদস্য মাঝেরহাট কলোনিতে জুঁই বিশ্বাসের গোষ্ঠীর এক মহিলাকে লক্ষ্য করে কটূক্তি করেন। তার পালটা শোভনদেব গোষ্ঠীর ওই সদস্যের মোটরসাইকেল জ্বালিয়ে দেন জুঁই ও স্বরূপ বিশ্বাসের গোষ্ঠীর লোকেরা। এই নিয়ে বেশ কিছুক্ষণ দুপক্ষের ঝামেলা চলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এর পর শোভনদেব গোষ্ঠী নিউ আলিপুর থানায় অভিযোগ জানাতে গেলে থানার কাছেই জুঁই বিশ্বাসের গোষ্ঠীর লোকেরা গাড়ি করে এসে তাদের ওপর হামলা চালায়। শোভনদেবের গোষ্ঠীর অভিযোগ ব্যাপক মারধর করা হয় তাদের। যার জেরে ২ মহিলা-সহ বেশ কয়েকজন আহত হন।ঘটনায় দুপক্ষই একে অপরের বিরুদ্ধে রাতে থানায় অভিযোগ জানায় থানাতে তবে পুলিশের তরফে কারও অভিযোগ গ্রহণ করা হয়নি কেন সেখবর সামনে আসেনি।

কলকাতার মুখ্য প্রশাসক তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের কর্মপদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন মানিকতলার বর্ষীয়ান বিধায়ক তথা রাজ্যের আরেক মন্ত্রী সাধন পান্ডে। তাঁকে দল থেকে বহিষ্কারের দাবিতে আবার বৃহস্পতিবারই সাংবাদিক বৈঠক করেছেন বেলেঘাটার বিধায়ক পরেশ পাল। তারপর বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্ট্যোপাধ্যায়ের সঙ্গে জুঁই বিশ্বাসের গোষ্ঠী কোন্দল, একের পর এক অন্দরের কোন্দল সামনে আসায় অস্বস্তি বাড়ছে শাসকদলের।

একেই রাজ্যে করোনা, আমফান নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে, বিরোধীদের তরফ থেকে বার বার অভিযোগ করা হচ্ছে তৃণমূল সরকার কাজ করছে না। তা সামলাতে না সামলাতেই নেতা মন্ত্রীদের এই কোন্দল সামনে আসায় তৃনাওয়ালের পক্ষে পরিস্থিতি অনেকটাই কঠিন হচ্ছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। সাথেই তারা মনে করছেন যে নেত্রী যতই নিচুতলার নেতা কর্মীদের নির্দেশ দিন না কেন দলের মন্ত্রী বিধায়কদেরই শৃঙ্খলার এই হাল তাদেরহলে নিচুতলার কর্মীদের বাগে রাখাটা বেশ কষ্টকর হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!