এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলে, দলের একাংশের বিক্ষোভের মুখে পড়লেন দলের প্রার্থী

তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলে, দলের একাংশের বিক্ষোভের মুখে পড়লেন দলের প্রার্থী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের শাসকদল তৃণমূলে ক্রমশ দেখা দিচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব, যা কপালে ভাঁজ ফেলে দিচ্ছে দলের শীর্ষ নেতৃত্বের। বারবার গোষ্ঠীকোন্দলের ফলে দলের সাংগঠনিক কাঠামো ক্রমশ দুর্বল হয়ে পড়ছে, দলে ক্রমশ বাড়ছে দল বদল তথা দল ত্যাগের ঘটনা। নির্বাচনের পূর্বে যা ব্যাকফুটে ঠেলে দিচ্ছে দলকে। এবার দলের প্রার্থীর সামনেই বিক্ষোভ দেখালেন দলের একাংশ।

প্রসঙ্গত, সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন লাভলি মৈত্র। তৃণমূলের দলীয় কর্মসূচিতে তৃণমূল প্রার্থী লাভলি মৈত্রর সামনেই বিক্ষোভ দেখালেন দলের একাংশ। সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিধায়ক জীবন মুখোপাধ্যায়ের অনুগামীরা বিক্ষোভ দেখালেন। তাঁরা অভিযোগ করেছেন যে, দলের নির্বাচনী কমিটিতে তাঁদের স্থান হয় নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁরা আরও অভিযোগ করেছেন যে, তৃণমূলের জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী ও তৃণমূলের সোনারপুর শহর সভাপতি রণজিৎ রায়ের নেতৃত্বে তৃণমূলের স্থানীয় সংগঠন ক্রমশই দুর্বল হয়ে পড়ছে। তাদের এই অভিযোগ অস্বস্তিতে ফেলে দিয়েছে দলকে। তাদের অভিযোগ সোনার পর এই সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিলেন তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র।

সোনারপুর দক্ষিনের বিধায়ক জীবন মুখোপাধ্যায়ের অনুগামীরা যেভাবে বিক্ষোভ দেখালেন, তা তীব্র অস্বস্তিতে ফেলে দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বকে। তবে, এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো বক্তব্য রাখেন নি জেলা তৃণমূল সভাপতি শুভাশিস চক্রবর্তী ও সোনারপুর শহর তৃণমূল সভাপতি রণজিৎ রায়। বিষয়টি নিয়ে দল প্রায় কুলুপ এঁটেছে। কিন্তু দলের একাংশের এই বিক্ষোভ যথেষ্ট ভাবাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূলকে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!