এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > দক্ষিণ ২৪ পরগনা থেকে উদ্ধার তাজা বোমা, তীব্র আতঙ্ক এলাকাজুড়ে

দক্ষিণ ২৪ পরগনা থেকে উদ্ধার তাজা বোমা, তীব্র আতঙ্ক এলাকাজুড়ে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের নানা স্থান থেকে বারবার পাওয়া যাচ্ছে গুলি,বোমা, আগ্নেয়াস্ত্র। যা কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে পুলিশ, প্রশাসনের। রাজ্যের প্রায় সর্বত্র পাওয়া যাচ্ছে বেআইনি অস্ত্র কারবারির সন্ধান। কলকাতা ও কলকাতার পার্শ্ববর্তী স্থান থেকে শুরু করে মালদহ, মুর্শিদাবাদে পর্যন্ত পাওয়া গেছে বোমা ও আগ্নেয়াস্ত্র। এবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার অন্তর্গত ফুলমালঞ্চ এলাকা থেকে উদ্ধার করা হল ব্যাগ ভর্তি গুলি, তাজা বোমা।

গোপন সূত্রে খবর পেয়ে নির্দেশখালি ক্যাম্পের পুলিশ এই এলাকায় দুষ্কৃতীদের ওপরে হঠাৎ অভিযান চালায়। এই অভিযানকালে ফুল মালঞ্চ এলাকার ১০ নম্বর গ্রামীণ সাব সেন্টারের নিকটে এক ভাঙ্গা দোকান ঘরের মধ্যে থেকে পুলিশ উদ্ধার করে প্রচুর গুলি ও তাজা বোমা। কারা এই গুলি ও বোমা রেখে গেছে? তা এখনো জানা যায়নি। ইতিপূর্বেও এই এলাকায় বোমাবাজির ঘটনা ঘটেছে একাধিকবার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিপূর্বে বারবার এই এলাকাতে গুলি ছোড়া, রাজনৈতিক সংঘর্ষ, বোমাবাজির মতো ঘটনা ঘটেছে। গোসাবায় ঘটেছে বিস্ফোরণ। এই পরিস্থিতিতে পরিত্যক্ত দোকান ঘর থেকে গুলি ও বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ সৃষ্টি করেছে। এলাকা জুড়ে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে। দ্রুত পুলিশ বোম্ব স্কোয়্যার্ডকে খবর পাঠালে, বোম্ব স্কোয়াডের কর্মীরা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করেন। কারা এই বোমা এনেছে? সে বিষয়ে তদন্ত করছে পুলিশ। জানা গেছে এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তারের খবর আসেনি। ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!