এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আগামীকালের ভারত-বনধ উপলক্ষে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় নির্দেশিকা সরকারের

আগামীকালের ভারত-বনধ উপলক্ষে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় নির্দেশিকা সরকারের

আগামীকাল কংগ্রেসের ডাকা ভারত বনধে ইতিমধ্যেই সমর্থন জানিয়েছে বামদল সিপিআইএম। কিন্তু, বিজেপি বিরোধিতায় সবার আগে থাকলেও কংগ্রেসের ডাকা এই বনধে সমর্থন নেই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত, রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের কর্মসংস্কৃতিকে পুনরুজ্জীবিত করতে বনধের সর্বাত্মক বিরোধিতায় সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কোন কিছুর প্রতিবাদ জানাতে নিজের দলকে ইতিমধ্যেই কড়া নির্দেশ দিয়েছেন কিছুতেই বনধ-সংস্কৃতির আশ্রয় নেওয়া যাবে না। আর যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বনধ-সংস্কৃতিতে আর বিশ্বাস করেন না, তাই যেকোন রাজনৈতিক দলের ডাকা বনধের দিন রাজ্যকে সচল রাখতে তিনি ও তাঁর সরকার সবসময় সচেষ্ট। অন্যান্য বনধের দিনের মত আগামীকালের বনধেও রাজ্য সরকারি কর্মচারীদের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে এবং নিজের দপ্তরে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

তবে, বিশেষ কয়েকটি ক্ষেত্রে রাজ্য সরকারি কর্মীরা ছুটি পাবেন বলে নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। অর্থ-দপ্তরের অ্যাডিশনাল চিফ-সেক্রেটারির জারি করা সেই নির্দেশিকায় দেখা যাচ্ছে, রাজ্য সরকারি কর্মচারীরা ছুটি পাবেন নিম্নলিখিত ক্ষেত্রে –
১. কর্মী নিজে হাসপাতালে ভর্তি হলে
২. পরিবারের কেউ মারা গেলে
৩. ৭ ই সেপ্টেম্বরের আগে থেকে অসুস্থতার কারণে অনুপস্থিত থাকলে
৪. ৭ ই সেপ্টেম্বরের আগে থেকে অনুমোদিত চাইল্ড-কেয়ার লিভ, মাতৃত্ত্বকালীন ছুটি, মেডিক্যাল লিভ বা আর্নড লিভে থাকলে

১০ ই সেপ্টেম্বরের কংগ্রেসের ডাকা ভারত-বনধের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নির্দেশিকা
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!