এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূল শিবিরে আবার দুঃসংবাদ, ভোটের আগেই চরম অসুস্থ বিদায়ী তৃণমূল মন্ত্রী

তৃণমূল শিবিরে আবার দুঃসংবাদ, ভোটের আগেই চরম অসুস্থ বিদায়ী তৃণমূল মন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্টতৃণমূল হেভিওয়েট মদন মিত্র, সাধন পান্ডের পর এবার রাজ্যের আরেক বিধায়ক, মন্ত্রীসভার আরেক মন্ত্রী করোনা আক্রান্ত হলেন। একদিকে চলছে রাজ্যে ষষ্ঠ দফার নির্বাচন, অন্যদিকে একের পর এক করোনা আক্রান্তের খবর। রাজ্যজুড়ে করোনার যে মাত্রাতিরিক্ত প্রভাব বিস্তার হয়েছে, তা এই ঘটনাগুলি থেকেই বোঝা যাচ্ছে। একের পর এক রাজনৈতিক নেতা করোনা আক্রান্ত হচ্ছেন। অনেকেই আবার মৃত্যুবরণ করেছেন। এবার করোনায় আক্রান্ত হলেন বিদায়ী মন্ত্রিসভার নারী ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী শশী পাঁজা। বৃহস্পতিবার মন্ত্রী শশী পাঁজা নিজেই একটি অডিওবার্তায় করোনা সংক্রমণের খবর দেন।

বেশ কিছুদিন যাবত অসুস্থ ছিলেন তৃণমূল বিধায়ক। যেহেতু তিনি নিজেই চিকিৎসক তাই বুঝতে অসুবিধা হয়নি তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার শারীরিক অবস্থার অবনতি হলে তিনি করোনা টেস্ট করান এবং সেই রিপোর্ট পজিটিভ আসে বলে জানা গিয়েছে। তবে আক্রান্ত হয়ে অডিওবার্তায় এবার শশী পাঁজা তাঁর দলের কর্মীদের প্রত্যেকটি ওয়ার্ডে অটো করে প্রচারের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ভোটার স্লিপ সংগ্রহ করে বিলি করার কাজ করতেও নির্দেশ দিয়েছেন কর্মীদের। আগামী 29 শে এপ্রিল অর্থাৎ অষ্টম দফায় উত্তর কলকাতার সাতটি আসনে নির্বাচন হতে চলেছে। আগামী 24 এপ্রিল শ্যামপুকুর এবং জোড়াসাঁকোয় রোড শো করতে চলেছেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর সেখানেই এই দুই কেন্দ্রের প্রার্থী থাকার কথা। কিন্তু বৃহস্পতিবার করোনা আক্রান্ত হওয়ার পর শশী পাঁজা নিজেই জানিয়ে দিয়েছেন, তিনি রোড শোয়ে থাকতে পারবেন না। আপাতত হোম কোয়ারেন্টাইনেই রয়েছেন শ্যামপুকুরের দুবারের বিধায়ক তথা মন্ত্রী শশী পাঁজা। প্রসঙ্গত, বুধবার করোনা আক্রান্ত হয়েছেন কামারহাটি তৃণমূল প্রার্থী মদন মিত্র। প্রাথমিকভাবে তিনি এসএসকেএম হাসপাতালে ছিলেন। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। একই সাথে জানা গেছে কামারহাটি পৌরসভার চেয়ারম্যান গোপাল সাহাও করোনা আক্রান্ত হয়েছেন। অন্যদিকে আজকে তৃণমূল নেতা সাধন পান্ডেও করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গিয়েছে।

অন্যদিকে, খড়দার বিধানসভা তৃণমূল প্রার্থী কাজল সিনহার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি আছেন। এই একই হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন তৃণমূলের প্রাক্তন সংসদ মমতাবালা ঠাকুর। একদিকে নির্বাচন, আরেকদিকে করোনা দুইয়ের চাপে তৃণমূলের অবস্থা শোচনীয় বলে মনে করা হচ্ছে। রাজ্যজুড়ে করোনা পরিস্থিতি যে ক্রমেই সঙ্গীন হয়ে উঠেছে, সে ব্যাপারে তীব্র আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। আপাতত প্রত্যেকের সুস্থ হয়ে ওঠার অপেক্ষা।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!