এখন পড়ছেন
হোম > জাতীয় > নারদ নিয়ে সুপ্রিম কোর্টে সিবিআই, বাড়ছে জল্পনা!

নারদ নিয়ে সুপ্রিম কোর্টে সিবিআই, বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  অবশেষে কি নারদ মামলা যেতে চলেছে সুপ্রিমকোর্টে! সিবিআইয়ের পদক্ষেপ ঘিরে বাড়তে শুরু করেছে জল্পনা। প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার এই নারদ মামলার শুনানি ছিল। কিন্তু রবিবার রাতেই বৃহত্তর বেঞ্চে শুনানি স্থগিত রাখার আবেদন করে শীর্ষ আদালতে একটি আবেদন করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। স্বাভাবিক ভাবেই সোমবার শুনানির আগেই রবিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই উদ্যোগ যথেষ্ট চাঞ্চল্য তৈরি করেছে বিশেষজ্ঞদের মধ্যে।

মূলত চার অভিযুক্তের জামিনের জন্য এই বৃহত্তর বেঞ্চে আবেদন করা হয়েছিল। তবে তা যাতে না হয়, তার জন্য পাল্টা সেই শুনানির আগে সিবিআইয়ের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার প্রক্রিয়া শুরু হতে দেখা গেল। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। প্রসঙ্গত উল্লেখ্য গত 17 তারিখ ফিরহাদ হাকিম সুব্রত মুখোপাধ্যায় মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায় কে নারদ কান্ডে জন্য গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয় এই গোটা ঘটনার পেছনে প্রতি হিংসা রয়েছে। যদিও বা দীর্ঘ টানাপোড়েনের পর 4 অভিযুক্ত গৃহবন্দি থেকে সমস্ত কিছু করতে পারবেন বলে জানিয়ে দেয় আদালত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে চার অভিযুক্তের ক্ষেত্রে জামিন না আসায় অর্থাৎ তারা হাউস অ্যারেস্ট থাকায় বৃহত্তর বেঞ্চে শুনানির জন্য আবেদন করা হয়েছিল। সোমবার সেই শুনানির দিন ধার্য হয়েছিল। আর এই পরিস্থিতিতে রবিবার মাঝরাতে সিবিআইয়ের পক্ষ থেকে বৃহত্তর বেঞ্চ গঠনের নির্দেশকে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে চার অভিযুক্তের জামিন যাতে না হয়, তার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

স্বাভাবিক ভাবেই সিবিআইয়ের এই উদ্যোগে এখন জল্পনা বাড়তে শুরু করেছে। অনেকে বলছেন, তাহলে কি এবার নারদ মামলা সুপ্রিম কোর্টে যেতে চলেছে? যেখানে বৃহত্তর বেঞ্চ গঠন করে পাকাপাকিভাবে অভিযুক্তদের জামিনের ব্যাপারে চিন্তাভাবনা করা হয়েছিল‌। সেখানে সেই বেঞ্জ গঠনকেই কার্যত চ্যালেঞ্জের মুখে ফেলে দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সেদিক থেকে আজ সেই বৃহত্তর বেঞ্চ গঠন হওয়ার সম্ভাবনা কার্যত ভেস্তে যেতে পারে বলেই মনে করছে একাংশ। সেদিক থেকে সিবিআইয়ের এই আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে এই নারদ মামলার ভবিষ্যৎ নির্ধারণ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে কোথায় গিয়ে দাঁড়ায় নারদ মামলার ভবিষ্যত, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!