এখন পড়ছেন
হোম > জাতীয় > বাংলায় কি জারি হতে চলেছে কেন্দ্রীয় শাসন! ভয়াবহ ইঙ্গিত অমিত শাহের!

বাংলায় কি জারি হতে চলেছে কেন্দ্রীয় শাসন! ভয়াবহ ইঙ্গিত অমিত শাহের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- অনুপ্রবেশ থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে মাঝেমধ্যেই রাজ্যের বিরুদ্ধে সরব হতে দেখা যায় বিরোধী দল ভারতীয় জনতা পার্টিকে। আর এবার অনুপ্রবেশ ইস্যুতে মন্তব্য করতে গিয়ে কার্যত শোরগোল ফেলে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যেখানে খুব দ্রুত চোরাচালান এবং অনুপ্রবেশ যাতে আটকানো যায়, সেই পরিস্থিতি তৈরি হবে বলে জানিয়ে দিলেন তিনি। আর তার এই মন্তব্যের মধ্যে দিয়েই আগামী দিনে বাংলার রাজনৈতিক পরিস্থিতির ব্যাপক পরিবর্তন হতে পারে বলে মনে করছেন একাংশ।

সূত্রের খবর, আজ বনগাঁয় বিএসএফের একটি অনুষ্ঠানে উপস্থিত হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেখানেই রাজ্য সরকারকে আক্রমণ করেন তিনি। স্থানীয় প্রশাসন যে ঠিকমতো কাজ করছে না, তা বুঝিয়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন এই প্রসঙ্গে অমিত শাহ বলেন, “চোরাচালান, অনুপ্রবেশের মতো অপরাধ স্থানীয় প্রশাসনের সাহায্য ছাড়া আটকানো যায় না। কিন্তু খুব শিগগিরই সেই রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়ে যাবে। আমরা সাংবিধানিক পথে আমাদের সীমান্তে দুর্ভেদ্য বানাব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সীমান্ত সুরক্ষাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন।”

আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যেই তৈরি হয়েছে জল্পনা। অনেকে বলছেন, তাহলে কি আগামী দিনে বাংলায় কোনো কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার! বারবার বঙ্গ বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, বাংলায় কেন্দ্রীয় শাসন লাগু করা হোক। আর এই পরিস্থিতিতে অমিত শাহ চোরাচালান এবং অনুপ্রবেশ নিয়ে মন্তব্য করতে গিয়ে যে আশ্বাস দিলেন, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!