এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার বিজেপিকে বড়সড় চাপে ফেলল তৃণমূল, সম্মুখ সমরে অভিষেক- অমিত শাহ

এবার বিজেপিকে বড়সড় চাপে ফেলল তৃণমূল, সম্মুখ সমরে অভিষেক- অমিত শাহ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা যত কাছে আসছে ততই রাজ্যের শাসক দল তৃণমূল এবং বিরোধী শিবির বিজেপির সঙ্গে বেড়ে চলেছে রাজনৈতিক লড়াই। একে অপরকে দিচ্ছে কড়া টক্কর। ইতিমধ্যেই রাজনৈতিক ময়দান থেকে দুই শিবিরের লড়াই পৌঁছে গিয়েছে আদালত প্রাঙ্গণে। বিজেপি নেতাদের বারংবার দেখা গিয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুব তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মূলত আক্রমণের নিশানায় রাখতে। কিন্তু এবার অভিষেক পাল্টা আইনি চাপ দিলেন এবং সেই চাপ দেওয়া হল খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। প্রসঙ্গত, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই মুহূর্তে রাজ্য সফরে রয়েছেন।

এই অবস্থায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলার সমন গিয়ে পৌছলো বিজেপির রাজ্য দপ্তরে। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনা গেরুয়া শিবিরকে চাপের মুখে ফেলেছে বলে মত রাজনৈতিক মহলের অনেকেরই। কিন্তু এই চিঠি পাওয়ার পরে প্রশ্ন উঠেছে, অমিত শাহ আদালতে হাজিরা দেবেন কিনা? সূত্রের খবর, আগামী 22 শে ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার সকাল দশটায় অমিত শাহকে আদালতে হাজিরা দিতে বলা হয়েছে। তবে জানা গিয়েছে, এই আইনি সমন এসেছে 2018 সালের একটি ঘটনার পরিপ্রেক্ষিতে। সেদিন কলকাতার মেয়ো রোডের একটি জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দুর্নীতিসহ একাধিক ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন তিনি। ঠিক দু’বছরের মাথায় যখন বিধানসভা ভোট দুয়ারে এসে হাজির, তখন দুবছর আগের সেই মামলার ভিত্তিতে আদালত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সমন পাঠিয়েছে। বিশেষজ্ঞদের আলোচনায় উঠে আসছে, এই সমন পাঠানোর পেছনে রাজনৈতিক তাৎপর্যের ব্যাখ্যা। অন্যদিকে অভিষেক বন্দোপাধ্যায়ের পক্ষ থেকে সমনের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই বিজেপি রাজ্য দপ্তরে শুরু হয়ে গেছে পাল্টা প্রস্তুতি। রাজনৈতিক ময়দানের পাশাপাশি আদালত প্রাঙ্গণেও যে বিজেপি তৃণমূলের সঙ্গে জোরদার লড়াই চালাবে সে ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক মহল।

ইতিমধ্যে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য জানিয়েছেন, অমিত শাহ আদালতে হাজিরা দেবেন কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন আইনজীবীরা। তৃণমূলকে জবাব আইনের পথে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি শমীক ভট্টাচার্য দাবি করেন, তৃণমূল রাজনৈতিকভাবে পিছিয়ে পড়ছে বলেই আদালতের শরণাপন্ন হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, বিধানসভা নির্বাচনের প্রস্তুতি যখন তুঙ্গে, ঠিক সেসময় গেরুয়া শিবিরের অন্যতম সেনাপতিকে আদালতে আনার ব্যবস্থা করে তৃণমূল যে গেরুয়া শিবিরকে চাপে ফেলার প্রবল চেষ্টা চালালো সে ব্যাপারে একপ্রকার নিশ্চিত রাজনীতির কারবারীরা। তবে এই চাপ সামলে গেরুয়া শিবির পাল্টা কোন প্রত্যাঘাত করে কিনা, সেটাই এখন দেখার।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!