এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বিজেপিতে মোহভঙ্গ? আসানসোলে বড় ভাঙ্গন পদ্মশিবিরে

বিজেপিতে মোহভঙ্গ? আসানসোলে বড় ভাঙ্গন পদ্মশিবিরে

এ যেন উলটপুরাণ! একসময়ের তৃণমূল কংগ্রেসের অঘোষিত দুনম্বর মুকুল রায় যখন ঘাস ছেড়ে পদ্মফুল তুলে নিলেন হাতে, আর তারপর বিজেপি সমর্থকেরা তো বটেই আগ্রহ ভরে রাজ্যবাসী অপেক্ষায় তিনি কতখানি ভাঙ্গন ধরাতে পারেন তাঁর পুরোনো দলে, কতখানি চালকের আসনে আসে বিজেপি, ঠিক তখনই আসানসোলে কোনও কাজ হয়নি, প্রয়োজন ছাড়া বিজেপি নেতাদের এলাকায় পাওয়া যায় না অভিযোগ তুলে প্রায় ২৫০ বিজেপি নেতা-কর্মী পদ্মশিবির ছেড়ে ঘাসফুল শিবিরে যোগদান করলেন।
গত লোকসভায় প্রায় সকলকেই অবাক করে দিয়ে এই আসানসোল থেকে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় জেতেন, পরে কেন্দ্রে মোদী মন্ত্রীসভায় স্থানও পান তিনি। কিন্তু পরবর্তীকালে অন্যান্য নির্বাচনে বিজেপি সেভাবে দাঁত ফোটাতে পারেনি আসানসোলে, কিন্তু অতিবড় নিন্দুকেও স্বীকার করে নেবেন, বাবুল সুপ্রিয় মন্ত্রীত্ত্বের কাজের ফাঁকেও তাঁর নির্বাচনী এলাকায় সময় পেলেই ঢুঁ মারেন। তবুও এইভাবে বড়সংখ্যায় বিজেপি কর্মী-সমর্থকেরা তৃণমূল শিবিরে যোগ দেওয়ায় স্থানীয় নেতৃত্ত্বের জয়ই দেখছে সংশ্লিষ্ট রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!