এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ‘অসাংবিধানিক’ কাজ করায় রাজ্য পুলিশকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

‘অসাংবিধানিক’ কাজ করায় রাজ্য পুলিশকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

বালুরঘাট ফেসবুকাণ্ডে বড় ধাক্কা রাজ্য পুলিশের, পড়তে হল বিচারপতিদের তীব্র ভর্ৎসনার মুখে। পুলিশের যান নিয়ন্ত্রণের সমালোচনা ফেসবুকে পুজোর সময় পোস্ট করেন অনুপম তরফদার ও দেবজিত্‍ রায়। ফলে রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হন তাঁরা। পরে জামিন পেয়ে প্রায় মাসখানেকের মাথায় ১৫ নভেম্বরে নতুন করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন তাঁরা। আজ সেই মামলার শুনানিতে যা হল একনজরে
১. কলকাতা হাইকোর্ট পুলিশি সক্রিয়তাকে ঠিক নয় বলে মন্তব্য করে
২. বালুরঘাট ফেসবুককাণ্ডে যে ভাবে কিছু মানুষকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, থানায় ডেকে জেরা করা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে তারও সমালোচনা করেন বিচারপতি দেবাংশু বসাক
৩. গোটা বিষয়টিকে অসাংবিধানিক বলেও মন্তব্য করেন তিনি
৪. এদিন এই বিষয়ে কোনও রায় শোনায়নি আদালত
৫. বালুরঘাট পুলিশ প্রশাসনকে এফিডেভিট জমা করতে নির্দেশ দেওয়া হয়েছে
৬. আগামী তিন সপ্তাহের মধ্যে তা জমা দিতে হবে
৭. এফিডেভিট জমা পড়ার এক সপ্তাহের মধ্যে মামলাকারীরা তাঁদের বক্তব্য পেশ করার সময় পাবেন
৮. তারপরেই বালুরঘাট ফেসবুককাণ্ডের রায় ঘোষণার সম্ভাবনা প্রবল
৯. হাইকোর্টের অনুমতি ছাড়া কোনওভাবেই পুলিশ ফেসবুককাণ্ডে চার্জশিট জমা দিতে পারবে না
১০. তবে তদন্ত চালাতে কোনও অসুবিধা নেই

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!