এখন পড়ছেন
হোম > জাতীয় > প্রকাশ্য মঞ্চ থেকে প্রধানমন্ত্রীকে অশ্লীল ভাষায় গালি দিলেন সূর্য্যকান্ত মিশ্র

প্রকাশ্য মঞ্চ থেকে প্রধানমন্ত্রীকে অশ্লীল ভাষায় গালি দিলেন সূর্য্যকান্ত মিশ্র

দলের প্রকাশ্য সভামঞ্চ থেকে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে অশ্লীল শব্দ ছুঁড়ে দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্য্যকান্ত মিশ্র। আজ রানী রাসমণি রোডে একটি উদ্বাস্তু সংগঠনের সভায় বক্তব্য রাখছিলেন তিনি। সেখানেই কেন্দ্রীয় সরকারকে আক্রমন করতে গিয়ে বলেন, ক্ষমতায় আসার পর বলেছিলেন, কে রামজাদা? কে হারামজাদা? আমি বলছি, নরেন্দ্র মোদী আপনি আপনিই সবচেয়ে বড় হারামজাদা। প্রকাশ্য সভামঞ্চ থেকে এরকম শব্দ ব্যবহার করায়, সভাশেষে উপস্থিত সাংবাদিকরা সূর্য্যকান্ত মিশ্রকে প্রশ্ন করেন তিনি কি সতর্ক ভাবেই প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ওই শব্দ ব্যবহার করেছেন? জবাবে তিনি জানান, আমি মোদীকেই হারামজাদা বলেছি।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয় এই উক্তি আদতে করেছিলেন কেন্দ্রীয়মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। দিল্লিতে এক সভায় তিনি ‘রামজাদে ও হারামজাদে’ শব্দের প্রয়োগ করেন, তারফলে দেশজোড়া বিতর্কের ঝড় ওঠে, যারফলে সাধ্বীকে ক্ষমাও চাইতে হয়। আর তখন এই নিয়ে রাজ্যসভায় কেন্দ্রীয় সরকারকে তুলোধোনা করেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তাই এখন দেখার সিপিএমেরই রাজ্য সম্পাদকের মুখে ওই শব্দ শুনে তিনি কি বলেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!