উত্তরপ্রদেশে ভয়ঙ্কর রেল দুর্ঘটনা, ভাস্কো ডা গামা এক্সপ্রেসের ১৩টি কামরা লাইনচ্যুত জাতীয় বিশেষ খবর November 24, 2017 আজ ভোরে এক ভয়ঙ্কর রেল দুর্ঘটনা ঘটে উত্তরপ্রদেশে, সূত্র মারফত জানা যাচ্ছে মানিকপুর রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে ভাস্কো ডা গামা এক্সপ্রেস। এদিন ভোর ৪টে ১৮ মিনিট নাগাদ ভাস্কো ডা গামা এক্সপ্রেসের ১৩টি কামরা লাইনচ্যুত হয়েছে বলে জানা গিয়েছে। হতাহতের পুরো খবর এখনো পাওয়া না গেলেও আপাতত অন্তত তিনজন মারা গিয়েছেন বলে খবর পাওয়া গেছে, আহত অন্তত ৮ জন। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আপনার মতামত জানান -