এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > তৃণমূলের হাত ধরে সমতলে প্রায় ধূলিস্যাৎ মোর্চার অস্তিত্ত্ব

তৃণমূলের হাত ধরে সমতলে প্রায় ধূলিস্যাৎ মোর্চার অস্তিত্ত্ব

তৃণমূল কংগ্রেসের জন্য বড় সাফল্যে নিয়ে এলেন দার্জিলিং জেলার পর্যবেক্ষক মন্ত্রী অরূপ বিশ্বাস। দলনেত্রী অরূপ বাবুকে দায়িত্ত্ব দিয়েছিলেন পাহাড়ে মোর্চা মিথ ভেঙ্গে ঘাসফুল ফোটাতে। এর আগের পুরভোটেই দেখা গেছে শাসকশিবির ক্রমশ প্রভাব বিস্তার করছে পাহাড়ে। মিরিখ পুরসভার দখল তো এসেছেই, সঙ্গে খাতা খোলা গিয়েছিল বিমল গুরুঙ্গের খাস তালুকেও। আর এবার অরূপবাবুর হাত ধরে সমতলে প্রায় ধূলিস্যাৎ হয়ে গেল মোর্চার অস্তিত্ত্ব।
গতকাল জয়গাঁও ভূটান গেটের সামনে তৃণমূল কংগ্রেস এক জনসভার আয়োজন করে, সেই সভায় তৃণমূল কংগ্রেসের মন্ত্রী জেমস কুজুর, আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী, আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি মোহন শর্মা ও দলীয় পর্যবেক্ষক অরূপ বিশ্বাসের হাত ধরে মোর্চার কেন্দ্রীয় কমিটি ও ডুয়ার্স কমিটির এক ঝাঁক নেতা ও সদস্য তৃণমূল কংগ্ৰেসে যোগদান করেন। এঁদের মধ্যে অন্যতম হলেন মোর্চা কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি অশোক লামা, মোর্চা ডুয়ার্স কমিটির সম্পাদক সঞ্জীব ছেত্রী, যুব মোর্চার কেন্দ্রীয় সদস‍্য নীরজ রাই এবং রাজু থাপা। তাঁদের সঙ্গে হাতে ঘাসফুল পতাকা তুলে নিলেন একঝাঁক মোর্চা কর্মী-সমর্থকও। রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, এরফলে ডুয়ার্সের মোর্চা সংগঠন প্রায় ধূলিস্যাৎ হয়ে গেল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!