এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মমতার ধমকের পরেই বড়সড় পদক্ষেপ, কি বললেন ফিরহাদ হাকিম!

মমতার ধমকের পরেই বড়সড় পদক্ষেপ, কি বললেন ফিরহাদ হাকিম!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে কলকাতা পৌরসভার সৌন্দর্যায়নের কাজ নিয়ে রীতিমত অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। যেখানে প্রিন্সেস ঘাট এলাকার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি‌। আর মুখ্যমন্ত্রীর সেই ধমকের পরেই রীতিমতো সেই এলাকা পরিদর্শনে যান রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পৌরসভার মেয়র। যেখানে গিয়ে কার্যত বিরক্তি প্রকাশ করেন ফিরহাদ হাকিম।

সূত্রের খবর, এদিন প্রিন্সেস ঘাট এলাকার পরিস্থিতি খতিয়ে দেখেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম। যেখানে তিনি বলেন, “পুলিশ এবং পৌরনিগমের আধিকারিকদের একাংশ কাজ করার বদলে হা করে বসে থাকেন। যে কারণে আজকে এই ধরনের ঘটনা ঘটে গেল। পোর্টকে বলেও কোনো লাভ হচ্ছে না। যদি পোর্ট অসহযোগিতা করে, আর যদি কাজ করতে গিয়ে জেলে যেতে হয়, তাহলে যাব।” অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে সরাসরি পৌরসভার আধিকারিক থেকে শুরু করে পোর্টের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগড়ে দিলেন রাজ্যের মন্ত্রী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!