এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে পথে নামলো তৃণমূলের শিক্ষক সংগঠন

সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে পথে নামলো তৃণমূলের শিক্ষক সংগঠন

সরকারের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষকদের বঞ্চনার অভিযোগে বিক্ষোভ মিছিলে পা মেলালেন তৃণমূল নেতা। এদিন এমনটাই দেখে গেলো রাজ্যে। অনেক অভাব অভিযোগ আছে। সেই দাবি আগেও জানিয়েছেন কিন্তু লাভ হয়নি তাই এবার বেতন কাঠামো উচ্চমাধ্যমিক স্কেলে বৃদ্ধির দাবি জানিয়ে পথে নামল তৃণমূলের শিক্ষক সংগঠন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। মিছিল শুরু হয় শিলিগুড়ির বাঘাযতীন পার্ক ময়দান থেকে শেষ হয় সংসদ অফিসের সামনে গিয়ে। সেখানে গিয়ে বিক্ষোভকারীরা বিক্ষোভ দেখনে। এই মিছিলে হাঁটলেন তৃণমূল নেতা তথা সংগঠনের সম্পাদক রঞ্জন শীল শর্মা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

যা নিয়ে অস্বস্তি বেড়েছে রাজ্য সরকারের। জানা গেছে এই বিক্ষোভ মিছিলে যোগ দিয়েছিলেন কয়েকশো প্রাথমিক শিক্ষক। সংসদ অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয় এছাড়া চেয়ারম্যানকে ঘেরাও করে দাবিপত্র পেশ করা হয় সংগঠনের তরফে। এই নিয়ে তৃণমূল নেতা ও সংগঠনের সম্পাদক রঞ্জনবাবু জানান যে “প্রাথমিক শিক্ষকদের উচ্চমাধ্যমিক স্কেলে বেতন কাঠামো স্থির করতে হবে। বাম আমলে বঞ্চনার শুরু। তবে এই সরকার শিক্ষকদের জন্য অনেক কিছু করেছে। আগামীদিনেও সহানুভূতির সঙ্গে বিষয়টি দেখা হবে বলে আমরা আশাবাদী।”

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

কিন্তু একজন তৃণমূল নেতা হয়ে একপ্রকার দলের বিপক্ষে যাওয়া নিয়ে ব্যাপক হৈচৈ শুরু হয়েছে রাজনৈতিকমহলে। কেননা তৃণমূল এখন শাসকদল তাই সরকারের বিরুদ্ধে যাওয়া মানে দলের বিরুদ্ধে যাওয়া। যদিও এই নিয়ে তিনি বলেন,”শাসকদলের শ্রমিক সংগঠন INTTUC। তার কাজ কি শ্রমিকদের পক্ষে কথা না বলা? তাহলে তো INTTUC-ই থাকত না। সংগঠনই থাকত না। আর শিক্ষকদের কথা না বললে তো শিক্ষা সেলই থাকত না। শিক্ষক সংগঠনই থাকত না। গতকালও ওঁরা স্মারকলিপি দিয়েছেন। আমরা সরকারকে অ্যালার্ম দিয়েছি যে আমাদের প্রাপ্য দাও।” সাথে তিনি জানান যে তাঁরা দাবি তুলছেন “অবিলম্বে যেন সরকার ষষ্ঠ বেতন কমিশনের দিকে নজর দেন কেননা কেন্দ্রীয় সরকার সপ্তম যেতাম কমিশন গাথের দিকে পা বাড়িয়েছে। আর রাজ্য পোে আছে এখনো পঞ্চম পে কমিশনে। ” যদিও এই নিয়ে এখনো তৃণমূলের কোনো নেতা বা শিক্ষামন্ত্রীর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অবশ্য সংসদের চেয়ারম্যান প্রণবকুমার ভট্টাচার্য বলেন, “বিষয়টি উপরমহলে জানানো হবে। “

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!