এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > হেভিওয়েট মন্ত্রীর হাত ধরে বিজেপিতে বড় ভাঙ্গন, জোর শোরগোল!!

হেভিওয়েট মন্ত্রীর হাত ধরে বিজেপিতে বড় ভাঙ্গন, জোর শোরগোল!!

গত লোকসভা নির্বাচনে বঙ্গ রাজনীতির পরিস্থিতি একরকম থাকলেও, বর্তমানে সেই পরিস্থিতি কিছুটা হলেও পাল্টাতে শুরু করেছে। যত দিন যাচ্ছে, ততই বিজেপির হাওয়া আলগা হতে শুরু করেছে রাজ্যে। গত লোকসভা নির্বাচনের পরবর্তী সময়কালে তৃণমূল ছেড়ে প্রচুর নেতাকর্মী বিজেপিতে যোগদান করলেও, এখন তারা ফের তৃণমূল কংগ্রেসে ফিরে আসতে শুরু করেছেন। জঙ্গলমহলের মত এলাকাগুলোতে তৃণমূলের ঘর ভেঙে বিজেপি অনেকটাই আত্মতুষ্টি লাভ করেছিল। তবে শনিবার মন্ত্রী মলয় ঘটকের হাত ধরে বিজেপি এবং সিপিএম ছেড়ে প্রচুর নেতাকর্মীর তৃণমূলে যোগদান রীতিমতো অস্বস্তি বাড়িয়ে দিল পুরুলিয়া জেলা বিজেপির।

সূত্রের খবর, এদিন রবীন্দ্রভবনে “চলো যাই তৃনমূলে” নামে একটি যোগদান সভার আয়োজন করা হয়‌। আর সেখানেই বিজেপির অনেক প্রাক্তন জেলা নেতৃত্ব সহ সিপিএমের একাংশ তৃণমূল কংগ্রেসে নাম লেখান। এদিন তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন পুরুলিয়া জেলা তৃণমূলের পর্যবেক্ষক তথা মন্ত্রী মলয় ঘটক। এদিনের এই অনুষ্ঠানে মলয়বাবু ছাড়াও উপস্থিত ছিলেন, জেলা তৃণমূল সভাপতি তথা মন্ত্রী শান্তিরাম মাহাতো, জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, জেলা মহিলা তৃনমূলের সভানেত্রী নিয়তি মাহাতো, জেলা পরিষদের কো মেন্টর জয় বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান সামিম দাদ খান সহ অন্যান্যরা।

আর এই বিশাল পরিমাণে যোগদান করিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূলের মলয় ঘটক। তিনি বলেন, “প্রধানমন্ত্রী প্রতিদিন নতুন নতুন পোশাক পরে মানুষকে উন্নয়নের মিথ্যা প্রতিশ্রুতি দেন। কাজের সময় কিছুই করেন না। মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া জেলায় বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ করেছেন। পানীয় জলের সমস্যা মিটিয়েছেন। তাই মানুষ উন্নয়নের তাগিদে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন।” কিন্তু যেভাবে পুরুলিয়ার মত জেলায় বিজেপির ঘর ভাঙল তৃণমূল, তাতে পৌরসভা নির্বাচনের আগে কি বিজেপি এখানে চরম অস্বস্তিতে পড়ল না!

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে তৃণমূলের এই দলবদল প্রক্রিয়াকে গুরুত্ব দিতে রাজি হননি জেলা বিজেপির সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী। এদিন তিনি বলেন, “কয়েকদিন আগে বিজেপিকে বাঁচানোর জন্য যারা ট্যাক্সি স্ট্যান্ডে সভা করেছিল, আজ তারা তৃণমূলে যোগ দিয়েছে। এটা থেকে একটা বিষয় স্পষ্ট যে, তারা তৃণমূলে থেকে বিজেপি দলটাকে বদনাম করার চেষ্টা করছে। এতে বিজেপি দলের সংগঠন আরও মজবুত হল। বিজেপির ছুড়ে ফেলে দেওয়া আবর্জনাকে তৃণমূল তাদের দলে নিয়েছে।”

তবে জেলা বিজেপি নেতৃত্ব যে কথাই বলুন না কেন যেভাবে সিপিএম এবং বিজেপি ছেড়ে পৌর পুরুলিয়ায় তৃণমূলে যোগদান প্রক্রিয়া অনুষ্ঠিত হল, তাতে বিরোধীদের ভোটব্যাংকে যে ব্যাপক প্রভাব পড়বে, সেই ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক মহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!