এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ক্ষমতা থাকলে নিজের পরিবারের সম্পত্তির হিসেব দিন। এবার মুখ্যমন্ত্রীকে বিঁধে দাবি সুজনের

ক্ষমতা থাকলে নিজের পরিবারের সম্পত্তির হিসেব দিন। এবার মুখ্যমন্ত্রীকে বিঁধে দাবি সুজনের


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী 2021 এর বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে প্রধান লড়াই হতে চলেছে, তা কার্যত স্পষ্ট। তবে গত লোকসভা নির্বাচনে বিজেপি বাংলায় প্রভাব বাড়ানোর সাথে সাথেই সিপিএমের ভোট বিজেপিতে যাওয়ার কারণেই বিজেপি এত শক্তিশালী হয়েছে বলে অভিযোগ করতে দেখা যেত তৃণমূলের প্রথম সারির নেতা থেকে শুরু করে নিচুতলার নেতা নেত্রীদের।

আর হাতে যখন আর কয়েকটা মাস বাকি বিধানসভা নির্বাচনের, ঠিক তখনই বাকুড়ায় দলীয় সভা থেকে সিপিএমকে লোভী দল বলে আক্রমণ করেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা মন্তব্য করতে গিয়ে মুখ্যমন্ত্রীর পারিবারিক সম্পত্তির হিসেব দাবি করে বসলেন রাজ্যের বাম পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তীর। স্বভাবতই এই ঘটনাকে কেন্দ্র করে এখন ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা বাংলা জুড়ে।

সূত্রের খবর, এদিন বাঁকুড়ায় দলীয় সভায় মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম ও বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন। বিজেপির উদ্দেশ্য চ্যালেঞ্জ ছুড়ে তৃণমূল নেত্রী বলেন, “ক্ষমতা থাকলে আমায় গ্রেপ্তার করুক। জেল থেকেই ভোটে লড়াই করব।” অন্যদিকে সিপিএমের বিরুদ্ধে আক্রমণ করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সিপিএম একটি লোভী দল। বিজেপি হল ভোগীদের দল।”

এদিকে সিপিএমের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের আক্রমণ করার সাথে সাথেই পাল্টা সরব হলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। যেখানে মুখ্যমন্ত্রীর পারিবারিক সম্পত্তির হিসেব দাবি করে বসলেন তিনি। এদিন সুজন চক্রবর্তী বলেন, “মুখ্যমন্ত্রী ভুলভাল বকছেন। মানুষ তৃণমূল থেকে সরে যাচ্ছে। ক্ষমতা থাকলে নিজের পরিবারের সম্পত্তির হিসেব দিন। তার হাতেই তো ক্ষমতা। সিপিএম নেতাদের কত সম্পত্তি তা তো তিনি বলতে পারবেন, সেটা প্রকাশ করেই দেখান।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসবে, ততই এই রকম ঘটনা আরও বাড়তে শুরু করবে। একথা অত্যন্ত সত্য যে, গত লোকসভা নির্বাচনে সিপিএমের সিংহভাগ সমর্থন বিজেপির দিকে যাওয়ার কারণেই রাজ্যে বিজেপির ভোটব্যাংক অনেকটা শক্তিশালী হয়েছে। এমনকি আগামী বিধানসভা নির্বাচনেও যে এমনটা হবে, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞদের একাংশ।

তাই এই পরিস্থিতিতে সিপিএম ও বিজেপিকে এক ছাতার তলায় রেখে দুই দলকে কড়া ভাষায় আক্রমণ করতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। যেখানে লোভী এবং ভোগীদের দল বলে তৃণমূলকে ত্যাগীদের দল বলে প্রতিষ্ঠিত করার চেষ্টা করলেন বাংলার মুখ্যমন্ত্রী। যার পাল্টা মুখ্যমন্ত্রীর পারিবারিক সম্পত্তির হিসেব দেওয়ার দাবি তুলে তৃণমূল নেত্রীকে অস্বস্তিতে ফেলে দিলেন সিপিএমের সুজন চক্রবর্তী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!