এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার কি জেলে যেতে হতে পারে মমতাকে , বড়সড় সংশয়ের কথা শোনালেন মুখমন্ত্রী

এবার কি জেলে যেতে হতে পারে মমতাকে , বড়সড় সংশয়ের কথা শোনালেন মুখমন্ত্রী


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সম্প্রতি বাঁকুড়া সফর চলছে মুখ্যমন্ত্রীর। বাঁকুড়ার এক জনসভা থেকে আজ তীব্র ভাষায় আক্রমণ করলেন রাজ্যের একাধিক বিরোধীদলকে। বিজেপি, কংগ্রেস, সিপিএম কোন দলই রেহাই পেল না মুখ্যমন্ত্রীর আক্রমণের ঝাঁঝ থেকে।তবে মুখ্যমন্ত্রী পূর্বের মত প্রধান প্রতিপক্ষ বিজেপির উপরে অধিক মাত্রায় আক্রমণ শানালেন। আর, এই জনসভা থেকেই নিজের জেল যাবার কথা বলতে শোনা গেলো মুখ্যমন্ত্রীকে।

আজ বাঁকুড়ার সভা থেকে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির প্রতি তীব্র ভাষায় আক্রমণ ও কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি মাসের প্রথমদিকে বঙ্গ সফরের সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাঁকুড়া গিয়েছিলেন। সেদিন বাঁকুড়ার এক আদিবাসীর বাড়িতে মধ্যাহ্নভোজন করেছিলেন তিনি। আদিবাসীর বাড়িতে তাঁর মধ্যাহ্নভোজকে গতকাল কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেছিলেন যে, পাঁচতারা হোটেল থেকে খাবার এনে সে খাবার খাওয়া হয়েছিল আদিবাসীর বাড়িতে। আজ আবার সেই প্রসঙ্গ তোলেন তিনি। তিনি জানান, আদিবাসী বাড়ি ধার করে খেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, খাবার এসেছে বাইরে থেকে।

এরপরই তৃণমূলের মূল প্রতিপক্ষ বিজেপির বিরুদ্ধে খড়গহস্ত হলেন মুখ্যমন্ত্রী। বিজেপি প্রসঙ্গে তিনি জানালেন যে, বিজেপির অনেক টাকা আছে। ফোন করে টাকার অফার আসছে। এরপর বিজেপির দিকে ঝুঁকে পড়া তৃণমূল নেতা-কর্মীদের পরোক্ষ ভাবে সমালোচনা করতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। তিনি জানালেন যে, অনেকেই মনে করছেন যদি বাই চান্স বিজেপি রাজ্যের ক্ষমতায় চলে আসে। মুখ্যমন্ত্রীর কথায়, কোন চান্সই নেই, তো বাইচান্স। এরপরই মুখ্যমন্ত্রী জানালেন যে, ভোট কাছে এলেই ধমাকানো, চমকানো হয়ে থাকে। তাঁকে জেলে পুরে দেওয়া হোক বলে জানালেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুখ্যমন্ত্রীর জানালেন যে, জেল থেকেই তিনি ভোটে লড়বেন। এবং জেল থেকেই ভোটে জয়লাভ করবেন তিনি। এই প্রসঙ্গে তিনি বিহারের নির্বাচনের কথা জানালেন। মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের কথা জানালেন। জেলে থেকেও বিহারের ভোটে যথেষ্ট প্রভাব ফেলেছেন তিনি। বিহারের ভোটে এনডিএ বিরোধীদের তীব্র লড়াই এর কথা টেনে আনলেন মুখ্যমন্ত্রী। জানালেন, বিহারে বিজেপি যেভাবে জিতেছে, তাকে জেতা বলে না।
তাঁর কথায়, ” বিহারে ওটাকে জেতা বলে? ম্যানিপুলেশন করে জিতেছে।”

তবে, আজ জনসভা থেকে যেভাবে মুখ্যমন্ত্রী নিজের জেলে যাবার কথা বললেন। তা নিয়ে যথেষ্ট জল্পনা ছড়ালো রাজনৈতিক মহলে। ইতিপূর্বে তৃণমূল বারবার অভিযোগ করেছে যে, তাদেরকে দমিয়ে রাখতেই বিজেপি কাজে লাগাচ্ছে সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় সংস্থাগুলিকে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জনসভা থেকে জেলে যাবার প্রসঙ্গ তুলে ব্যাপক সংশয় বাড়ালেন।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!