এখন পড়ছেন
হোম > রাজনীতি > বামফ্রন্ট > ইচ্ছে থাকলেও গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন না বুদ্ধদেব, জেনে নিন কারণ!

ইচ্ছে থাকলেও গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন না বুদ্ধদেব, জেনে নিন কারণ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এমন দিন তার ক্ষেত্রে কখনও আসেনি। কিন্তু এবার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে আর বুথে যাবেন না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বর্তমানে হুহু করে বাড়তে শুরু করেছে করোনা ভাইরাস। পরিস্থিতি সামাল দিতে প্রতিনিয়ত নতুন পদক্ষেপ গ্রহণ করতে হচ্ছে নির্বাচন কমিশনকে।

আর এই পরিস্থিতিতে সপ্তম দফার নির্বাচনে যখন বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে নির্বাচন হচ্ছে, তখন বুথে কি ভোট দিতে আসবেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী! তা নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। এমনকি সুস্থ থাকলে তিনি ভোট দিতে যেতে পারেন বলেও নানা মহলের তরফে শুনতে পাওয়া যায়। কিন্তু পরিস্থিতি ক্রমশ আয়ত্তের বাইরে যেতে শুরু করেছে। করোনা পরিস্থিতি নিয়ে চিন্তায় রয়েছেন সকলে। আর এই অবস্থায় শেষ পর্যন্ত ভোটকেন্দ্রে না যাওয়ার সিদ্ধান্ত নিলেন বুদ্ধদেব ভট্টাচার্য।

প্রসঙ্গত উল্লেখ্য, বুদ্ধদেব ভট্টাচার্য্য যাতে ভোট দিতে পারেন সেজন্য আগেভাগেই কমিশনের কাছে আবেদন করা হয়েছিল। তবে বুদ্ধদেববাবুর বয়স যেহেতু আশির নিচে, তাই বাড়িতে গিয়ে ভোটগ্রহণ করতে অস্বীকার করে কমিশন। আর তখনই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যদি শরীর সাধ দেয়, তাহলে বুদ্ধদেব ভট্টাচার্য ভোটকেন্দ্রে গিয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে বর্তমানে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। তাই মনে ইচ্ছা থাকলেও, ভোটকেন্দ্রে যেতে পারলেন না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। জানা গেছে, তার সহধর্মিণী মীরা ভট্টাচার্য এবং কন্যা সুচেতনা ভট্টাচার্য ইতিমধ্যেই নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। কিন্তু বুথে গিয়ে ভোট দিতে পারেননি বুদ্ধদেব ভট্টাচার্য।

এদিন এই প্রসঙ্গে চিকিৎসক ফুয়াদ হালিম বলেন, “পার্টির শীর্ষ নেতৃত্ব বিষয়টি নিয়ে বলতে পারবেন। করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে আমি ব্যক্তিগতভাবে চাই না, উনি বাড়ির বাইরে বের হন।” অর্থাৎ করোনা ভাইরাস যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এবার বুথমূখী হতে দিল না, তা বলাই যায়। নিজের জীবনে এই প্রথম সুস্থ থাকলেও গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে যেতে পারলেন না তিনি।

মূলত, চিকিৎসকদের পরামর্শ এবং নিজের শরীর স্বাস্থ্যের কথা মাথায় রেখেই যে প্রাক্তন মুখ্যমন্ত্রী এই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করা থেকে বঞ্চিত হলেন, তা একপ্রকার নিশ্চিত। সব মিলিয়ে ইচ্ছে থাকলেও এই প্রথম নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছেন না বুদ্ধদেব ভট্টাচার্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!