অনুষ্ঠানে বিএসএফে’র জেনারেলের উপস্থিতি নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ রাজ্য February 13, 2018 আর এস এস প্রভাবিত একটি স্বেচ্ছাসেবী সংস্থার অনুষ্ঠানে বিএসএফে’র ডাইরেক্টর জেনারেলের উপস্থিতি নিয়ে জল ঘোলা হয়েছে এবার সেই প্রসঙ্গে মন্তব্য করলেন দিলীপ ঘোষ। তিনি এদিন বলেন,যাদের অনুষ্ঠান হয়েছে তারা আরএসএস নয়,আর আরএসএস- এর সাথে এর কোনো সম্পর্কও নেই। এস এসে’র কিছু সদস্য ওই সংস্থায় থাকলেও তারা আর এস এস প্রভাবিত নয়। তাছাড়া সীমান্ত এলাকাগুলিতে গরুপাচারকারীদের বিরুদ্ধে আন্দোলন চালায় ওই সংস্থা। গোটা দেশ জুড়েই তাদের সংস্থা কাজ করে আর তাই সেই প্রয়োজনেই বি এস এফের সঙ্গে এরা যোগাযোগ রাখে। তৃণমূল এর প্রতিবাদ করছে কারণ অসুবিধা হচ্ছে তাদের কেননা পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের খুব দরকার গরু পাচারকারীদের সাথে সুসম্পর্কহ রাখা কেননা ওই টাকা পঞ্চায়েতে লাগবে।প্রসঙ্গত আরএসএস প্রভাবিত সংগঠনের অনুষ্ঠানে যোগ দিয়ে বিতর্ক বাড়িয়েছিলেন বিএসএফ-এর ডিজি কেকে শর্মা। তা নিয়ে ডেরেক ও ব্রায়ন প্রতিবাদ জানান ও সাথে জানান যে তৃণমূলের তরফ থেকে বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহকে জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনার মতামত জানান -