এখন পড়ছেন
হোম > রাজ্য > জামিন পেলেন বিজেপি নেতা আনিসুর রহমান

জামিন পেলেন বিজেপি নেতা আনিসুর রহমান


জামিন পেলেন বিজেপি নেতা আনিসুর রহমান।এদিন জানা গেছে যে মেদিনীপুর জেল থেকে আজ জামিনে মুক্তি পেলেন তিনি। জানা গেছে যে গতকালই আনিসুরবাবুর জামিন মঞ্জুর করে মেদিনীপুর জেলা আদালত কিন্তু জেলের তরফে কিছু সমস্যা থাকায় তাঁকে কাল ছেড়ে দেওয়া হয়নি জেল থেকে তাই আজ তাঁকে মুক্তি দেওয়া হলো।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে আনিসুরবাবুর সাথে শ্রেয়া দাস নামের এক যুবতীর সম্পর্কহ ছিল পরে তা ভেঙে যাওয়ায় ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন শ্রেয়া দেবী। এই নিয়ে প্রথমে মেদিনীপুর থানায় অভিযোগ দায়ের করে শ্রেয়াদেবীর পরিবার পরে স্থানীয় তৃণমূল নেতাদের কাছেও সাহায্য প্রার্থনা করেন বলে জানা গিয়েছিলো।এরপর আনিসুরবাবু নার্সিংহোমে এলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় ও একটি ঘরে আটকে রেখে পুলিশ খবর দে তৃণমূল। পরে পুলিশ তাঁকে গ্রেফতার করে নিয়ে যান। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণের অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে। এরপর এতদিন জেলে থাকার পর গতকাল তাঁর জামিন হয়।প্রসঙ্গত,তিনি আগে তৃণমূলে ছিলেন কিন্তু সবং বিধানসভা উপনির্বাচনের আগে মুকুল রায়ের হাত ধরে বিজেপি-তে যোগ দিয়েছিলেন তিনি।এদিকে এদিন ছাড়া পেয়ে তিনি বলেন যে,“আমাকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। আমার জামিন গণতন্ত্রের জয়। আমি আমার দলের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!