এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূল শিবিরে আবার জোর ধাক্কা, মারা গেলেন বর্ষীয়ান তৃণমূল নেতা

তৃণমূল শিবিরে আবার জোর ধাক্কা, মারা গেলেন বর্ষীয়ান তৃণমূল নেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূল শিবিরে একের পর এক ধাক্কা। গতকাল করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন উত্তর 24 পরগনার খড়দার তৃণমূল প্রার্থী তথা বিধায়ক কাজল সিনহা মারা গিয়েছেন। আর এবার মুর্শিদাবাদের দাপুটে তৃণমূল নেতা সাবির হোসেন মারা গেলেন। তবে জানা গেছে তিনি করোনায় নয়, মানসিক অবসাদে ভুগে সোমবার সকালে মারা যান।

খুব স্বাভাবিকভাবেই তৃণমূল শিবিরে এই মুহূর্তে চরম শোকের ছায়া। মুর্শিদাবাদের তৃণমূলের জন্মলগ্ন থেকেই যার নাম সামনে আসে তিনি হলেন সাগির হোসেন। দলের অন্যতম সঙ্গী হিসেবেই ছিলেন তিনি শুরু থেকেই। পাশাপাশি মুর্শিদাবাদ জেলা তৃণমূল শিবিরের প্রতিষ্ঠা হিসেবেও তাঁর নাম সামনে আসে।

প্রথম থেকেই তৃণমূল এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাগির হোসেনের উপরেই ভরসা রেখেছিলেন। এর আগে দলের জেলা সভাপতির দায়িত্ব পান তিনি। পাশাপাশি মুর্শিদাবাদ জেলার প্রাক্তন সভাপতিও ছিলেন সাগির হোসেন। একইসাথে মুর্শিদাবাদের শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যান ও বর্তমানে তিনি জেলা তৃণমূলের সহ-সভাপতি পদেও তিনি ছিলেন। একই সাথে দু-দুবার লোকসভা ভোটে এবং দুবার বিধানসভা ভোটে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। তবে কোনো সময়ই তিনি জয়ের শিরোপা পাননি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবারেও ভগবানগোলা আসনে তৃণমূল প্রার্থী হয়ে তাঁর দাঁড়ানোর কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করে নেত্রীর সিদ্ধান্তে ভগবানগোলা আসনের প্রার্থী হন ইদ্রিস আলী। আর তারপর থেকেই স্বেচ্ছায় ঘরবন্দি হয়ে যান সাগির হোসেন। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তিনি বলে জানা যায়। দলের কোনো কর্মসূচিতেই তাঁকে পাওয়া যাচ্ছিল না। এই পরিস্থিতিতে সোমবার সকালে মুর্শিদাবাদের ভোটের দিন তাঁর মৃত্যু হয়। অন্যদিকে বর্ষীয়ান এই তৃণমূল নেতার মৃত্যু ঘিরে শুরু হয়েছে বিতর্ক।

সাগির হোসেনের স্ত্রী জানিয়েছেন, তাঁকে তৃণমূল ভগবানগোলা আসনের প্রার্থী না করার জন্যই মানসিকভাবে ভেঙে পড়েন। নিজেকে কার্যত একঘরে করে দেন তিনি। পাশাপাশি দীর্ঘদিনের সৈনিকের মৃত্যুতে এই মুহূর্তে স্তব্ধ মুর্শিদাবাদ জেলা তৃণমূলের নেতাকর্মীরা। স্বাভাবিকভাবেই এই ঘটনা নিয়ে আবারও তৃণমূলের প্রার্থী বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। রাজ্যের মুর্শিদাবাদ অঞ্চলে আজকেই ভোট। ভোট না দিয়ে ভোটের সকালে মৃত্যুবরণ করা স্বাভাবিকভাবেই ঘটনাকে অন্য মোড় দিয়েছে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!