এখন পড়ছেন
হোম > জাতীয় > লোকসভায় তো বটেই রাজ্যসভাতেও এখন বিরোধীরা গায়ে আঁচ ফেলার জায়গায় নেই! প্রমান গেরুয়া শিবিরের

লোকসভায় তো বটেই রাজ্যসভাতেও এখন বিরোধীরা গায়ে আঁচ ফেলার জায়গায় নেই! প্রমান গেরুয়া শিবিরের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – লোকসভার পর এবার রাজ্যসভাতেও বিরোধীদের পিছিয়ে দিয়ে এগিয়ে গেল সংযুক্ত জনতা দল। সোমবারই সংসদের দরজা খুলে গিয়েছিল। করোনা পরিস্থিতির কারণে এতদিন ধরে সংসদ বন্ধ ছিল। এবার বাদল অধিবেশনের হাত ধরে সংসদের দরজা খুলল। আর তার সাথে দ্বিতীয়বারের জন্য রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন সংযুক্ত জনতা দলের সংসদ হরিবংশ নারায়ণ সিং। জানা গিয়েছে, বাদল অধিবেশনের প্রথম দিনেই আরজেডি দলের সমর্থনপ্রাপ্ত প্রার্থী মনোজ কুমার ঝাকে ধ্বনি ভোটে পরাজিত করেন হরিবংশ নারায়ণ সিং।

আগে থেকেই জানা ছিল, নীতীশ কুমারের দলের সাংসদ হরিবংশ নারায়ণ সিং এবার আবার রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদের প্রার্থী হবেন। 2018 সালে এই সাংসদ ডেপুটি চেয়ারম্যান ছিলেন। কিন্তু তারপর তাঁর মেয়াদ শেষ হয়ে যায় এবং তিনি নির্বাচনে যান। যথারীতি তিনি জয়লাভ করেন এবং আবারও তিনি রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে ফিরে আসেন এবং নির্বাচিত হন। অন্যদিকে, হরিবংশ সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গণতান্ত্রিক মূল্যবোধকে বাঁচিয়ে রাখতে বিহারের অন্যান্য নেতাদের কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী এদিন হরিবংশ নারায়ান সিংকে গণতন্ত্রের ধ্বজাধারী বলে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী এদিন গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় বিহারের অবদানের উল্লেখ করেন। অন্যদিকে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, রাজ্যসভায় বিরোধীদের অবস্থান ততটা মজবুত নয়। কিন্তু সোনিয়া গান্ধীর উদ্যোগে ডেপুটি চেয়ারম্যান পদে লড়াইয়ের জন্য প্রার্থী দিয়েছিল বিরোধীরা। কিন্তু শেষমেশ খুব স্বাভাবিকভাবেই জয়ী হয় সংযুক্ত জনতা দলের সাংসদ।

রাজনৈতিক মহলের একাংশের মতে, সংসদে ক্রমশ বিরোধীদের সংখ্যা কমে আসছে। যার ফলে উচ্চকক্ষে লাগাতার শক্তি বৃদ্ধি করছে কেন্দ্রীয় শিবির। এবং এর ফলে খুব স্বাভাবিকভাবেই এবার দেশের গুরুত্বপূর্ণ বিলগুলি পাস করিয়ে নিতে সক্ষম হবে কেন্দ্রীয় সরকার। অন্যদিকে আর কিছুদিন পরেই আসছে বিহারের বিধানসভা নির্বাচন। এই পরিস্থিতিতে রাজ্যসভার সংযুক্ত জনতা দলের সাংসদ ডেপুটি চেয়ারম্যান হওয়ায় স্বাভাবিকভাবেই কিছুটা আত্মবিশ্বাস বাড়ল কেন্দ্রীয় দলের বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!