সিপিআইএমের ঘরে হানা দিলো বিজেপি রাজ্য February 27, 2018 দিনে দিনে শক্তি বাড়াচ্ছে বিজেপি। নানা দল থেকে বিজেপিতে যোগদান বেড়েই চলেছে।তৃণমূলের পর এবার সিপিএমের ঘরে হানা দিলো বিজেপি। দক্ষিণ ২৪ পরগনার নামখানায় এদিন সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগ দিলেন প্রায় ২০০ কর্মী-সমর্থক।স্থানীয় নেতৃত্ব যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন। এদিন স্থানীয় নেতৃত্ব দাবি করেন যে তৃণমূল উন্নয়নের নাম করে যে সন্ত্রাস এবং দুর্নীতি করছে তার বিরুদ্ধে সাধারণ মানুষ একজোট হচ্ছেন ও বিজেপিকে চাইছেন। এছাড়াও তাঁরা দাবি করেন যে শাসকদলের একাধিক নেতা কর্মী বিজেপিতে আসবে খুব তাড়াতাড়ি। আপনার মতামত জানান -