রাজ্য থেকে সরে DVC যাচ্ছে ঝাড়খণ্ডে,প্রতিবাদ করে কেন্দ্রকে চিঠি নবান্নর রাজ্য February 27, 2018 DVC-র উৎপাদিত ৮০ শতাংশ গ্রাহক ঝাড়খণ্ডের। এই যুক্তি দেখিয়ে DVC-র সদর দপ্তর কলকাতা থেকে রাঁচিতে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। আর নিয়েই বেজায় চটেছেন মুখ্যমন্ত্রী। তিনি এদিন নবান্ন থেকে জানিয়েছেন যে রাজ্য সরকার এর প্রতিবাদ করছে আর তাই নিয়ে কেন্দ্রকে চিঠি দিচ্ছে। এদিন তিনি আরো জানান যে,“DVC-র সদর দপ্তর অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চক্রান্ত হচ্ছে। এটা আমরা জানতে পেরেছি। মুখ্যসচিবকে বলেছি। এই সিদ্ধান্তের নিন্দা করে চিঠি দিতে। বার্ন স্ট্যান্ডার্ড ও অ্যালয় স্টিল নিয়েও চক্রান্ত হচ্ছে। এনিয়েও আমরা চিঠি দিয়েছি।”প্রসঙ্গত জানা গেছে যে,ঝাড়খণ্ড সরকার বহুদিন ধরেই চেষ্টা করছে DVC-র সদর দপ্তর কলকাতা থেকে রাঁচিতে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য।এর জন্য নাকি তারা যুক্তিও দেখিয়েছে যে DVC-র উৎপাদিত ৮০ শতাংশ গ্রাহক এবং উৎপাদন কেন্দ্রের ৭৫ শতাংশ ঝাড়খণ্ডের। এই নিয়ে তারা কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছিল। কেন্দ্র তাতে সে দিয়েছে আর তাই DVC-র সদর সরিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আপনার মতামত জানান -