এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার হাত বাড়ালেই মিলতে চলেছে কোভিডের ওষুধ, জেনে নিন বাজার মূল্য!

এবার হাত বাড়ালেই মিলতে চলেছে কোভিডের ওষুধ, জেনে নিন বাজার মূল্য!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  অতিমারী করোনা ভাইরাস থেকে কিভাবে রক্ষা পাওয়া যাবে এবং এর সঠিক ওষুধ কি, তা নিয়ে বিস্তারিত চর্চা চলেছে গোটা দেশজুড়ে। বর্তমানে করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে দুই প্রকার ভ্যাকসিন প্রদান করছে ভারতবর্ষ। যার মধ্যে উল্লেখযোগ্য কোভিশিল্ড এবং কো-ভ্যাকসিন। তবে তারপরেও সেই ভ্যাকসিন প্রদানের পরবর্তী সময়ে অনেক মানুষকে করোনা ভাইরাসে আক্রান্ত হতে দেখা গিয়েছে‌।

যার ফলে পাকাপাকিভাবে করোনা ভাইরাস দূরীকরণে কোনো ওষুধ আবিষ্কার হবে কিনা, সেটাই লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে অনেকের কাছে। আর এই পরিস্থিতিতে আশার আলো জাগিয়ে করোনা রোগীদের চিকিৎসায় বাজারে আসতে চলেছে একটি ওষুধ। যেখানে ওষুধ নির্মাতাদের পক্ষ থেকে এই কথা বলার সাথে সাথেই রীতিমতো আশার আলো তৈরি হয়েছে গোটা দেশজুড়ে।

সূত্রের খবর, সোমবার এই ব্যাপারে একটি ঘোষণা করেছে ওষুধ নির্মাতা কোম্পানি ডক্টর রেড্ডিস ল্যাবরেটরা। যেখানে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, শীঘ্রই তারা করোনা ভাইরাসের চিকিৎসার কাজে অত্যন্ত প্রয়োজনীয় ওষুধ বাজারে আনতে চলেছে। তবে ভারতবর্ষের টিআর ওয়ান শহরেই এই ওষুধ পাওয়া যাবে। পরবর্তীতে তা দেশের অন্যান্য শহরে পৌঁছে দেওয়া হবে বলে খবর। জানা গেছে, বর্তমানে এই ওষুধের দাম ধার্য করা হয়েছে 990 টাকা। স্বাভাবিক ভাবেই ওষুধ নির্মাতা কোম্পানির পক্ষ থেকে এই ঘোষণা করার পরেই রীতিমতো গোটা বিষয়টি নিয়ে তৎপরতা শুরু হয়েছে সাধারণ মানুষদের মধ্যে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের মতে, শুধুমাত্র দুটো ভ্যাকসিন এখনও পর্যন্ত করোনা প্রতিষেধক হিসেবে চালু হওয়ার কারণে রীতিমতো আকাল পড়ে গিয়েছে সেই ভ্যাকসিন পাওয়ার জন্য। লাইনের হুড়োহুড়ি থেকে শুরু করে মাঝেমধ্যেই ভ্যাকসিনের ঘাটতি তৈরি হতে দেখা যাচ্ছে। সেদিক থেকে ভ্যাকসিনের পাশাপাশি কোনোরকম ওষুধ যদি পাকাপাকিভাবে করোনা ভাইরাসকে মোকাবিলা করার জন্য তৈরি হয়, তাহলে অনেকটাই এই রোগকে দূরীভূত করা সম্ভব হবে বলেই আশা তৈরি হয়েছিল সাধারন মানুষদের মধ্যে।

অবশেষে সেই আশাতে কিছুটা হলেও আলো দেখা দিতে শুরু করল। তবে ওষুধ নির্মাতাকারী সংস্থার পক্ষ থেকে করোনা ভাইরাসের চিকিৎসার জন্য ওষুধ আনার কথা বলা হলেও, কবে তা পাকাপাকিভাবে বাজারে আসে এবং সেই ওষুধ করোনা মোকাবিলা করতে কতটা সক্ষম হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!