এখন পড়ছেন
হোম > রাজ্য > সিভিক ভলেন্টিয়ারদের শিক্ষক হওয়া নিয়ে বিতর্ক, কি বললেন শিক্ষামন্ত্রী!

সিভিক ভলেন্টিয়ারদের শিক্ষক হওয়া নিয়ে বিতর্ক, কি বললেন শিক্ষামন্ত্রী!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্যজুড়ে শিক্ষা ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন ওঠার মাঝেই নয়া বিতর্ক তৈরি হয় বাঁকুড়া পুলিশের একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে। যেখানে বাঁকুড়া পুলিশের পক্ষ থেকে সিভিক ভলেন্টিয়ারদের প্রাথমিক স্কুলে শিক্ষকতা করার নির্দেশ দেওয়া হয়। যে প্রকল্পের নাম দেওয়া হয় অঙ্কুর। আর তারপরেই গোটা রাজ্য জুড়ে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। তবে এবার গোটা বিষয় নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে আপাতত এই বিষয়ে শিক্ষা দপ্তরের কোনো অনুমোদন নেই বলে জানিয়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত‌্য বসু।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী বলেন, “এটা বাঁকুড়ার পুলিশের পক্ষ থেকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে আমাদের বিভাগীয় সচিব ওনাদের সঙ্গে যোগাযোগ করে জানিয়ে দিয়েছেন যে, ওনারা যদি চান, তাহলে শিক্ষা দপ্তরের অনুমতির জন্য চিঠি পাঠাতে পারেন। আমাদের দপ্তর থেকে গোটা বিষয়টি দেখে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু এখনই এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে না।”

অর্থাৎ বাঁকুড়া পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষকতা করার সিদ্ধান্তে বিতর্ক তৈরি হতেই তাতে ইতি টানার চেষ্টা করলেন শিক্ষামন্ত্রী বলেই মনে করছেন একাংশ সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!