এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > আর দুদিনের মধ্যেই বাংলার জন্য বড়সড় পদক্ষেপ জেপি নাড্ডার, হাই-প্রোফাইল হতে চলেছে মালদহ জেলা?

আর দুদিনের মধ্যেই বাংলার জন্য বড়সড় পদক্ষেপ জেপি নাড্ডার, হাই-প্রোফাইল হতে চলেছে মালদহ জেলা?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে ব্যাপক সাফল্য পেয়েছিল ভারতীয় জনতা পার্টি। তাই বিধানসভা নির্বাচনে যাতে সেই সাফল্য ধরে রাখা যায়, তার জন্য এবার পদক্ষেপ গ্রহণ করতে শুরু করল গেরুয়া শিবির। জানা গেছে, বিধানসভা নির্বাচনের আগে এবার মালদহ জেলা সদরের পার্টি অফিসকেই গৌড়বঙ্গের তিন জেলার ভোট পরিচালনার অন্যতম কেন্দ্র করতে চলেছে বিজেপি রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব।

সূত্রের খবর, আগামী 6 নভেম্বর নতুনভাবে সেজে ওঠা ইংলিশবাজারে বিজেপির পার্টি অফিসের উদ্বোধন হতে চলেছে। যা উদ্বোধন করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। মূলত নয়াদিল্লিতে বসে ভার্চুয়ালের মাধ্যমেই এই অফিসের উদ্বোধন করা হবে। স্বাভাবিকভাবেই গৌড়বঙ্গের তিন জেলার ভোট পরিচালনার জন্য মালদহকে বেছে নেওয়ায় এখন জেলার বিজেপি নেতা কর্মীরা অনেকটাই উজ্জীবিত হতে শুরু করেছেন।

বস্তুত, ইংলিশ বাজারের পুরাটুলি বাধ রোডে শ্যামাপ্রসাদ ভবন জেলা বিজেপির সদরদপ্তর হিসেবে পরিচিত। তবে এতদিন সেই পার্টি অফিস জাঁকজমকপূর্ণ ছিল না। কিন্তু এবার সেই শ্যামাপ্রসাদ ভবনকে নতুন করে সাজিয়ে তোলার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। যেখানে বাইরে থেকে কোন নেতা আসলে যাতে দলীয় কার্যালয়ে থাকতে পারেনহ তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবেই একদিকে মালদা এবং অন্যদিকে দুই দিনাজপুরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক যাতে এই কার্যালয়েই হয়, তার জন্য নেওয়া হচ্ছে উদ্যোগ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, নতুন এই কার্যালয়ে অন্তত 15 টি কক্ষ রয়েছে। যেখানে ভিআইপি নেতৃত্বদের থাকার জন্য করা হয়েছে দুটি আলাদা ঘর রয়েছে। এছাড়াও সাতটি মোর্চা এবং 17 টি সেলের নেতৃত্বরা আলাদা আলাদা সাংগঠনিক কার্যালয় যাতে এই ভবনে পেতে পারেন, তার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থ্যাৎ দলের গুরুত্বপূর্ণ বৈঠক থেকে শুরু করে সমস্ত রণকৌশল স্থির করা, বিধানসভা নির্বাচনের আগে তিন জেলার সমস্ত বিষয় এই মালদহ জেলার নতুন কার্যালয় থেকেই করতে চাইছে ভারতীয় জনতা পার্টি। এক্ষেত্রে বিজেপির সাংগঠনিক দিক স্থির করতে সুবিধা হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তাই ভার্চুয়ালের মাধ্যমে এবার বিজেপির সর্বভারতীয় সভাপতি আগামী 6 তারিখ এই নতুন কার্যালয়ের উদ্বোধন করতে চলেছেন।

এদিন এই প্রসঙ্গে জেলা বিজেপির সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল বলেন, “আমরা নতুন করে জেলা বিজেপি অফিসকে সাজাচ্ছি। এটিকেই নির্বাচনের জন্য ওয়ার রুম হিসেবে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে।” যদিও বা বিজেপির এই নতুন কার্যালয়কে কেন্দ্র করে তাদের পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। এদিন এই প্রসঙ্গে জেলা তৃণমূলের সভানেত্রী মৌসম বেনজির নূর বলেন, “অনেকে স্বপ্নে পোলাও খেতে ভালোবাসেন, তাতে যত খুশি ঘি ঢালেন। ওদের পার্টি অফিসের আড়ম্বর দেখে মনে হচ্ছে, বিজেপির এখন সেই অবস্থা।” সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে মালদহ জেলায় তিন জেলার নির্বাচনী স্ট্যাটিজি ঠিক করতে বিজেপির নতুন পার্টি অফিস তৈরি হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!