এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > লোকসভার ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে ব্লকস্তরের সংগঠন প্রায় সাজিয়ে ফেলল ঘাসফুল শিবির

লোকসভার ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে ব্লকস্তরের সংগঠন প্রায় সাজিয়ে ফেলল ঘাসফুল শিবির

 

লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের আটটি লোকসভা আসনেই হারতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে। যেখানে সাতটির মত আসনে পদ্মফুল ফুটিয়েছে বিজেপি। যার মধ্যে অন্যতম রায়গঞ্জ লোকসভা কেন্দ্র। শত চেষ্টা করেও মমতা বন্দ্যোপাধ্যায় এখানে তার দলীয় প্রার্থী কানায়ালাল আগরওয়ালকে জয়লাভ করাতে পারেননি।

যার কারণ হিসেবে অনেকেই বলছেন, দলের সাংগঠনিক দুর্বলতা এবং জনসংযোগের অভাবের কারণেই এই কেন্দ্রে জয়লাভ করতে পারেনি তৃণমূল কংগ্রেস। এদিকে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে পরাজয়ের পরই উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতি পদ থেকে অমল আচার্যকে সরিয়ে সেই পদে মমতা বন্দোপাধ্যায় কানাইলাল আগরওয়ালকে বসিয়ে দেন। আর জেলা সভাপতির দায়িত্ব পাওয়ার পর বেশ কিছু ব্লকের সভাপতি পদে পরিবর্তন আনেন কানাইয়ালাল আগরওয়াল।

কিন্তু বেশকিছু ব্লকের সভাপতি পদে পরিবর্তন না ঘটায় বিভিন্ন মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। তবে এবার অবশেষে কালিয়াগঞ্জ বাদে উত্তর দিনাজপুর জেলার প্রায় সমস্ত ব্লকেই দলীয় ব্লক সভাপতি নিয়োগ করলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতি কানাইলাল আগরওয়াল।

বস্তুত, চোপড়া, ইসলামপুর এবং গোয়ালপোখর ব্লকের সভাপতি আগেই নিয়োগ করা হয়েছে। যেখানে ইসলামপুর ব্লক সভাপতি নিয়ে কানাইলাল আগরওয়াল বলাম ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরীর তরজা বারবার প্রকাশ্যে এসেছিল। আর এবার বাকি থাকা ব্লকগুলির মধ্যে চাকুলিয়া, করণদিঘি, রায়গঞ্জ, ইটাহার এবং হেমতাবাদছর ব্লক সভাপতি নিযুক্ত করলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে শুধুমাত্র কালিয়াগঞ্জ ব্লকের ব্লক সভাপতি নিয়োগ করা হলো্ না। অনেকে বলছেন, আগামী 25 নভেম্বর এই কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন রয়েছে। তাই সেখানে নির্বাচনের আগেই যদি কাউকে ব্লক সভাপতি করে দেওয়া হয় এবং সেটা নিয়ে যদি দলীয় স্তরে যদি গোষ্ঠী কোন্দল দেখা দেয়, তাহলে নির্বাচনে তার প্রভাব পড়বে। আর তাই এই ব্যাপারে কিছুটা সাবধানী হয়ে এখন নির্বাচনকেই পাখির চোখ করে কালিয়াগঞ্জ বাদে অন্যান্য ব্লকের ব্লক সভাপতি পদে বিভিন্ন ব্যক্তিদের নিয়োগ করল উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস। ‘

এদিন এই প্রসঙ্গে জেলা তৃণমূল সভাপতি কানাইলাল আগরওয়াল বলেন, “কালিয়াগঞ্জ বাদে জেলার সবকটি ব্লকের ব্লক সভাপতি নিয়োগ করা হয়েছে। দু’একদিনের মধ্যেই তাদের নাম ঘোষণা করব। কালিয়াগঞ্জে যেহেতু উপনির্বাচন আছে, তাই সেখানে নতুন করে কাউকেই সভাপতি করা হচ্ছে না।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছেন, উত্তর দিনাজপুর জেলায় সাংগঠনিক দুর্বলতার কারণেই এবার তৃণমূলকে হারতে হয়েছে। তাই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই বিভিন্ন ব্লকের সভাপতি নিয়োগ করে সংগঠনকে শক্তিশালী করতে চাইছে ঘাসফুল শিবির বলে মত বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!