এখন পড়ছেন
হোম > রাজ্য > তবে কি বাইচুং বিজেপিতে যাচ্ছেন রাহুলের মন্তব্যে বাড়লো জল্পনা

তবে কি বাইচুং বিজেপিতে যাচ্ছেন রাহুলের মন্তব্যে বাড়লো জল্পনা


বাইচুং ভুটিয়া তৃণমূল কংগ্রেস থেকে সরে যাচ্ছেন এটা জানার পর রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছিল তবে কি তিনি এবার বিজেপি’তে যোগ দিতে চলেছেন ?এর মধ্যেই বিতর্ক বাড়িয়েছেন বিজেপি’র জাতীয় সম্পাদক রাহুল সিনহা।এদিন তিনি জানিয়েছেন যে যদি বাইচুং ভুটিয়া বিজেপি’তে আসতে চান তবে তাঁকে স্বাগত জানাচ্ছে বিজেপি। যদিও এই নিয়ে ‘পাহাড়ি বিছে’ বাইচুংবাবুর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ এদিন স্বাগত জানানোর পাশাপাশি রাহুলবাবু তৃণমূলকে একহাত নিয়েছেন। তিনি জানান যে,” তৃণমূলে মান-সম্মান নিয়ে কেউ থাকতে পারেন না ৷ দলটায় কালীঘাটতন্ত্র চলে ৷ এই অবস্থায় যদি কেউ বেরিয়ে আসেন, তবে বাইচুংবাবুকেঠিকই করেছেন ৷ ‘বাইচুং ভুটিয়া যদি বিজেপি’তে আসতে চান তবে তিনি স্বাগত ৷ কেননা তৃণমূলের টিকিটে দুইবার লোকসভা এবং বিধানসভা নির্বাচনে লড়ে শুধু পরাজয়ই দেখেছেন” যদিও বিজেপিতে গেলে দুটি স্বম্ভাবনা দেখতে পাচ্ছে রাজনৈতিকমহল। এক,দার্জিলিংয়ে আগামী নির্বাচনে বাইচুংবাবুকে ‘পাহাড়ি মুখ’ করতে পারে বিজেপি ৷ অন্যদিকে আবার তারা এও মনে করছে যে হয়তো বাইচুংবাবুকে অন্য রাজ্য থেকে রাজ্যসভার সাংসদ করা হতে পারে ৷ তবে এই নিয়ে কোনো কিছু স্পষ্ট করে বলেন নি রাহুল বাবু। তিনি শুধু বলেছেন, দলের কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যসভার ব্যাপারে সমস্ত সিন্ধান্ত নেবেন ৷

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!