এখন পড়ছেন
হোম > জাতীয় > সমস্ত জল্পনার অবসান, অবশেষে পদত্যাগ করতে চলেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি. এস. ইয়েদুরাপ্পা

সমস্ত জল্পনার অবসান, অবশেষে পদত্যাগ করতে চলেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি. এস. ইয়েদুরাপ্পা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – জল্পনা শেষে অবশেষে পদত্যাগ করতে চলেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। কিছুদিন ধরেই তাঁর পদত্যাগের জল্পনা শোনা যাচ্ছিল। গতকাল রবিবার সন্ধ্যায় যা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। তিনি জানান, তাঁকে দলের সিদ্ধান্ত জানানো হলে, তা সবাইকে তিনি জানাবেন, এরপর তিনি পদক্ষেপ গ্রহণ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার ওপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে। এরপর আজ পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কর্নাটকে বিজেপির ক্ষমতা দখলের দু’বছরের মধ্যেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চলেছেন ইয়েদুরাপ্পা।

আজ বিকেল চারটের সময় রাজ্যপালের সঙ্গে দেখা করে পদত্যাগপত্র তাঁর হাতে তুলে দেবেন তিনি। তবে, পদত্যাগের ঘোষণা আগেই করে দিয়েছেন তিনি। পদত্যাগের ঘোষণার সময়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সিদ্ধান্তের ওপর পূর্ণ আস্থা রয়েছে তাঁর। কর্নাটকে ইয়েদুরাপ্পা সরকারের ২ বছর পূর্ণ হল। বিজেপির শীর্ষ নেতৃত্বের ইচ্ছা অনুসারে পদত্যাগ করলেন তিনি। দলের শীর্ষ নেতৃত্বের ওপর নিজের রাজনৈতিক ভবিষ্যৎ ছেড়ে দিয়েছেন তিনি। দলের সিদ্ধান্ত তিনি মাথা পেতে নেবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গণমাধ্যমের সামনে ইয়েদুরাপ্পা জানালেন, একসময় তাঁর গাড়ি ছিল না। তখন সাইকেলে চড়ে বিজেপির কাজ করেছেন তিনি। যখন কেউ ছিলনা, তখন সেরাজ্যে দলের সংগঠন গড়ে তোলার কাজ করেছেন তিনি। আজ তিনি তাঁর ইস্তফা পত্র জমা দিচ্ছেন। কিন্তু তিনি দুঃখিত নন। তাঁর ৭৫ বছর বয়েস হয়ে গেলেও তাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করার সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জে পি নাড্ডার কাছে তিনি কৃতজ্ঞ রয়েছেন।

তিনি আরও জানান যে, দলের হয়ে রাজ্যের দায়িত্ব নিতে গিয়ে সব সময়ই তাঁকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছে। কঠিন সময়ে নিজের ক্ষমতার উর্ধে উঠে তিনি কাজ করেছেন। তাঁর যাত্রাপথে সবসময় অগ্নি পরীক্ষা দিতে হয়েছে। তিনি তাঁর সতীর্থ, আধিকারিক, সাংবাদিক, শিল্পপতি, বিনিয়োগকারীদের ধন্যবাদ জানাচ্ছেন। ইস্তফা দেওয়ার পর তাঁর অনুগামীরা যাতে কোনো প্রতিবাদ কর্মসূচি বা বিরোধিতা না করেন, তাঁর অনুরোধ করেছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!