এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তীব্র জল্পনার মাঝেই নিজের অনুগামীদের নিয়ে একান্ত বৈঠকে বসলেন শুভেন্দু অধিকারী, বাড়ছে উত্তাপ

তীব্র জল্পনার মাঝেই নিজের অনুগামীদের নিয়ে একান্ত বৈঠকে বসলেন শুভেন্দু অধিকারী, বাড়ছে উত্তাপ


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল রাতে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক হয়েছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্বের এরপর তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, সমস্ত সমস্যার সমাধান হয়েছে, শুভেন্দু অধিকারীর ক্ষোভ প্রশমিত হয়েছে। কিন্তু তার ২৪ ঘন্টার মধ্যেই আবার দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন শুভেন্দু অধিকারী। এর মধ্যেই নিজের অনুগামীদের নিয়ে একান্ত বৈঠক করতে দেখা গেল শুভেন্দু অধিকারিকে। এসব কারণেই জল্পনা বাড়তে শুরু করলো রাজনৈতিক মহলে।

শুভেন্দু অধিকারী যে দলের শীর্ষ নেতৃত্বের প্রতি অসন্তুষ্ট, তা তিনি তাঁর বিভিন্ন বক্তব্যের মাধ্যমে প্রকাশ করেছিলেন। লিফ্ট, প্যারাসুটের প্রসঙ্গ তুলেছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে কটাক্ষ করেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এরপর শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ছেড়ে দেন। তাঁর সঙ্গে অদৃশ্য দ্বন্দ্ব বাড়ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এরপর গতকাল মঙ্গলবার রাতে তাদের বৈঠক হলো। এই বৈঠকে সমস্যা মিটে গিয়েছে বলে দাবি করেছিলেন সৌগত রায়।

এরপর সৌগত রায় সংবাদমাধ্যমের কাছে বক্তব্য রেখেছিলেন যে, বৈঠকের ফলাফল ইতিবাচক। সংবাদমাধ্যমে সৌগত রায়ের বক্তব্য নিয়ে তাঁর প্রতি ক্ষুব্ধ হন শুভেন্দু অধিকারী। এরপর আজ সকালে তৃণমূল সাংসদ সৌগত রায়কে হোয়াটসঅ্যাপের মাধ্যমে শুভেন্দু অধিকারী নিজের অসন্তোষের কথা জানান। তবে, তাকে হোয়াটসঅ্যাপ বার্তা দেবার আগেই তিনি নিজের অনুগামীদের সঙ্গে বিশেষ বৈঠক করলেন।

শুভেন্দু অধিকারীর ক্ষোভ দূর করতে সৌগত রায়কে দায়িত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদ সৌগত রায়ের সঙ্গে তৃণমূল সাংসদ শিশির অধিকারীর ভালো সম্পর্ক আছে। এই দুই নেতা ইতিপূর্বে দিল্লিতেও একসঙ্গে আন্দোলন করেছেন। একে অপরকে খুব ভালো ভাবে বোঝেন। এজন্যই তাঁকে দায়িত্ব দেয়া হয়েছিল। সূত্রের খবর, শুভেন্দু অধিকারীর দলের সঙ্গে সমস্ত সমস্যা মিটে যাক এমনটা চেয়েছিলেন শিশির অধিকারী নিজেও।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর বৈঠকের পর সমস্ত সমস্যা মিটে গেছে বলে জানানো হয়েছিল তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে। সংবাদমাধ্যমে শুভেন্দু অধিকারী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব মিতে গেছে বলে জানিয়েছিলেন সৌগত রায়। এরপর আজ সকালে সৌগত রায়কে হোয়াটসঅ্যাপ বার্তা দিয়ে শুভেন্দু অধিকারী জানালেন যে, এভাবে কাজ করা যায় না। জানা গেছে, মেদিনীপুরে মুখ্যমন্ত্রীর বৈঠকের আগের দিন, অর্থাৎ ৬ ই ডিসেম্বর এক সাংবাদিক সম্মেলন হওয়ার কথা ছিল। তার আগেই তাদের বৈঠক বিষয়ে সংবাদমাধ্যমকে জানিয়েছেন সৌগত রায়।

এদিকে আজ মুর্শিদাবাদের তৃণমূল নেতৃত্বের সঙ্গে একান্ত বৈঠক করলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর বাড়িতে বেশ কিছুক্ষণ চলল এই বৈঠক। জানা যায়। এর পরই সৌগত রায়কে হোয়াটসঅ্যাপ বার্তা করেছিলেন শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত কংগ্রেসের শক্তিশালী গর মুর্শিদাবাদ, মালদায় তৃণমূলের ভিত নির্মাণে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন শুভেন্দু অধিকারী। তাঁর মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার পরে মালদার কোর কমিটির নেতা-নেত্রীদের সঙ্গে কলকাতা তলব করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে ৮ জন নেতা নেত্রীদের মধ্যে ৫ জন উপস্থিত ছিলেন বৈঠকে। উপস্থিত থাকেন নি মৌসম বেনজির নূর পর্যন্ত। একসময় মৌসমকে কংগ্রেস থেকে তৃণমূলে এনেছিলেন শুভেন্দু অধিকারী। বৈঠকে তাঁর অনুপস্থিতি নিয়ে যথেষ্ট জল্পনা চলছিল।

অন্যদিকে, আজ সৌগত রায়কে বার্তা পাঠানোর আগে মুর্শিদাবাদের নেতৃত্বের সঙ্গে শুভেন্দু অধিকারীর এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক বিশ্লেষকদের দাবি। এদিকে কয়েক মাস ধরে শুভেন্দু অধিকারীর অনুগামীরা বিভিন্ন স্থানে পোস্টার ফেলছেন। তবে, জেলা নেতৃত্বের সঙ্গে শুভেন্দু অধিকারীর ইতিপূর্বে কোনো বৈঠক করেন নি। আজ প্রথম তিনি জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন। উঠলো রাজনীতির পারদ।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!