এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > মিমের লক্ষ্য কি এবার ভালো করে বুঝিয়ে দিলেন অধীর, জেনে নিন!

মিমের লক্ষ্য কি এবার ভালো করে বুঝিয়ে দিলেন অধীর, জেনে নিন!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগেই অভিযোগ করা হয়েছিল, হায়দ্রাবাদের রাজনৈতিক দল এআইএমআইএম বিজেপিকে সুবিধা করে দিতে বাংলায় লড়ার কথা বলছে। যদিও বা এই রাজনৈতিক দলের পক্ষ থেকে সেই অভিযোগকে সম্পূর্ণরূপে অস্বীকার করা হয়েছিল। স্বাভাবিকভাবেই এই হায়দ্রাবাদের রাজনৈতিক দল যদি বাংলার বিধানসভা নির্বাচনে প্রার্থী দেয়, তাহলে সংখ্যালঘু ভোট এতদিন যে সমস্ত দলের দখলে ছিল, তারা যে অত্যন্ত চাপে পড়বে, সেই ব্যাপারটি নিশ্চিত হয়ে গিয়েছিল রাজনৈতিক মহলের কাছে।

বিশেষত মালদহ থেকে শুরু করে মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর জেলায় কংগ্রেসের সংগঠন কিছুটা হলেও শক্তিশালী। তাই সেখানকার সংখ্যালঘু ভোট এখন যদি ভাগাভাগি হতে শুরু করে, তাহলে কংগ্রেসের অবস্থা সঙ্কটজনক হয়ে উঠতে পারে। আর এই পরিস্থিতিতে মুর্শিদাবাদ জেলার শাহেনশা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সেই এআইএমআইএমের বিরুদ্ধে মুখ খুললেন। যেখানে স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন যে, এই রাজনৈতিক দলের প্রধান কাজ হল বিজেপির হয়ে কাজ করা। স্বাভাবিক ভাবেই প্রদেশ কংগ্রেস সভাপতির এই মন্তব্যকে কেন্দ্র করে এখন নতুন করে জল্পনা ছড়িয়ে পড়েছে গোটা বাংলা জুড়ে।

প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার মুর্শিদাবাদের ডোমকলে সভা করেন এআইএমআইএমের বেশ কিছু নেতা। যেখানে আসাদুল শেখ নামে এক নেতা বলেন, “মুর্শিদাবাদে মিমের ভিত্তি দুর্বল। নির্বাচনের আগে তা মজবুত করতে হবে। প্রার্থীদের জিতিয়ে আনা আমাদের দায়িত্ব। আর এটাই দলীয় কর্মসূচি।” আর এর পরেই সেই এআইএমআইএমের রাজনৈতিক অভিসন্ধি নিয়ে প্রশ্ন তুলে দেন প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন তিনি বলেন, “আসাদউদ্দিন ওয়েইসির দল বিজেপির হয়ে কাজ করে। বিজেপির সুবিধা করে দেওয়া তাদের লক্ষ্য। কিন্তু মুর্শিদাবাদে সাম্প্রদায়িক বিভাজন করে কোনো লাভ হবে না।” অর্থাৎ এতদিন তৃণমূলের পক্ষ থেকে যেভাবে এই রাজনৈতিক দলকে নিয়ে আশংকা প্রকাশ করা হয়েছিল, এবার সেই একই অভিযোগ শোনা গেল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর গলায়। অর্থাৎ তৃণমূল এবং কংগ্রেস দুই দলের পক্ষ থেকেই এখন এই হায়দ্রাবাদের রাজনৈতিক দলের বিরুদ্ধে সরব হয়ে দাবি করা হচ্ছে, তারা বিজেপির সুবিধা করে দেওয়ার জন্য বাংলায় প্রার্থী দিতে চলেছে।

এদিকে এদিন তৃণমূলের পক্ষ থেকেও একই অভিযোগ করা হয়েছে। এদিন এই প্রসঙ্গে মুর্শিদাবাদ জেলা তৃণমূলের আহ্বায়ক অশোক দাস বলেন, “মুর্শিদাবাদে বিজেপির বি টিম হিসেবে কাজ করছে আসাদউদ্দিন ওয়েইসির দল। বিজেপিকে সুবিধা করে দিতে বিভিন্ন জায়গায় সভা করছে। কিন্তু এসব করে কোনো লাভ হবে না।” যদিও বা মিমের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। কিন্তু এবার তৃণমূলের পথে হেটেই যেভাবে অধীর রঞ্জন চৌধুরীর হায়দ্রাবাদের রাজনৈতিক দলের সঙ্গে বিজেপি যোগের অভিযোগ তুললেন, তাতে নতুন করে চাঞ্চল্য তৈরি হল বাংলার রাজনৈতিক মহলে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!