এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > এবার বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে রাজ্য সরকারের ঘুম ওড়াতে আসরে শিশু শিক্ষকরা

এবার বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে রাজ্য সরকারের ঘুম ওড়াতে আসরে শিশু শিক্ষকরা


মুখ্যমন্ত্রী এই রাজ্যের প্যারাটিচারদের বেতন বাড়ানোর ঘোষণা করেছেন কিছুদিন আগেই। কিন্তু মুখ্যমন্ত্রী শিশু শিক্ষাকেন্দ্রের শিক্ষকদের জন্য কিছুই করেনি এই অভিযোগের ভিত্তিতে এদিন প্রায় দু’হাজার শিক্ষক আন্দোলনে নামলেন। পশ্চিমবঙ্গ শিক্ষক ও শিক্ষাবিষয়ক কর্মচারী ফেডারেশন অনুমোদিত এসএসকে-এমএসকে যৌথ শিক্ষক সমিতি রাজ্য প্রকল্প অধিকর্তা স্বাতী বন্দ্যোপাধ্যায়ের কাছে স্মারকলিপি জমা দেয়। বেতনবৃদ্ধির সাথে আরও দাবি ছিল এমএসকেগুলিকে মাধ্যমিক স্তরে উন্নীত করার।

সংগঠনের পক্ষ থেকে রাজ্য সভাপতি মুকলেস রহমান বিশ্বাস জানিয়েছেন স্বাতী বন্দ্যোপাধ্যায় তাঁদের বেতনবৃদ্ধির দাবিটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবেন বলে কথা দিয়েছেন। তিনি আরও জানান, প্যারাটিচারদের বিষয়টিতে পঞ্চায়েত মন্ত্রী সংগঠনের সাথে সহমত হয়েছেন। উল্লেখ্য এই একই দাবিতে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির এসএসকে-এমএসকে ইউনিটও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, সর্বশিক্ষা মিশনের রাজ্য প্রকল্প অধিকর্তা, এসএসকে-এমএসকের দায়িত্বপ্রাপ্ত মিশন অধিকর্তাকেও স্মারকলিপি জমা দিয়েছে। এখন তাঁদের দাবি-দাওয়া কতখানি মেনে নেয় রাজ্য সরকার সেই দিকেই তাকিয়ে পশ্চিমবঙ্গের শিশু শিক্ষাকেন্দ্রের হাজার-হাজার শিক্ষক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!