এখন পড়ছেন
হোম > রাজ্য > বঙ্গ-বিজেপি নেতাদের ডাকা হলো নয়াদিল্লিতে, আলোচনার বিষয় রাজ্য সভাপতির

বঙ্গ-বিজেপি নেতাদের ডাকা হলো নয়াদিল্লিতে, আলোচনার বিষয় রাজ্য সভাপতির


ত্রিপুরার পর এবার বাংলা দখলের লক্ষ্য নিয়ে বঙ্গ-বিজেপি নেতাদের ডাকা হলো নয়াদিল্লিতে। আলোচনার বিষয় মূলত রাজ্য সভাপতির রদবদল। এখনো স্পষ্ট করে কিছু জানা না গেলেও এমনটাই মনে করছে রাজনৈতিকমহল।জানা গেছে এদিন ত্রিপুরা ও বাংলা থেকে বেশ কয়জন নেতা পৌঁছান দিল্লিতে। রাজ্য সভাপতি বদলের সিদ্ধান্ত নিয়ে বৈঠকের জন্য তাদের জরুরি তলব করা হয়। যদিও এবিষয়ে বিজেপির তরফ থেকে কোনো স্পষ্ট উত্তর মেলেনি। এদিন বিজেপি নেতা মুকুল রায় এবং বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহার উপস্থিতি লক্ষ্য করা গেছে নয়াদিল্লিতে।এদিকে পঞ্চায়েত ভোটের বিষয় আলোচনার জন্য মুকুল রায়কে ডাকা হয়েছিল বলে জানিয়েছে মুকুল রায়ের এক ঘনিষ্ট অন্যদিকে রাহুল সিনহা জানিয়েছেন, তিনি এসেছেন অন্য একটি বৈঠকে সামিল হতে। জানা গেছে এদিন দিলীপ ঘোষকেও ডেকেছিলেন কেন্দ্রীয় নেতারা। তবে তিনি পৌঁছেছেন কিনা বিষয় স্পষ্ট কোনো উত্তর পাওয়া যায়নি বলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!