এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ফের ভয়ংকর ঘটনা ঘটালেন মমতার মন্ত্রী, নির্বাচনের আগে প্রবল চাপে রাজ্য !

ফের ভয়ংকর ঘটনা ঘটালেন মমতার মন্ত্রী, নির্বাচনের আগে প্রবল চাপে রাজ্য !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কিছুদিন আগেই দেশের রাষ্ট্রপতিকে নিয়ে মন্তব্য করে বিপাকে পড়েছিলেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি। যার ফলে তার হয়ে মুখ্যমন্ত্রীকে ক্ষমা পর্যন্ত চাইতে হয়েছিল। তবে তার পরেও বিতর্ক থেকে সরছেন না রাজ্যের এই হেভিওয়েট মন্ত্রী। এবার ডিএ নিয়ে আন্দোলন কারীদের উদ্দেশ্যে ভয়ংকর মন্তব্য করলেন অখিলবাবু। যেখানে আন্দোলন করে অফিস কামাই দিলে টাকা কেটে নেওয়া হোক বলে দাবি করলেন তিনি।

সূত্রের খবর, এদিন ডিএ আন্দোলনকারীদের নিয়ে মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি। যেখানে তিনি বলেন, “আন্দোলন করে অফিস কামাই দিলে তাদের বেতন দেওয়া উচিত নয়। কাজ করো, বেতন নাও। এটার সঙ্গে তো ডিএর কোনো ব্যাপার নেই। তোমাকে কাজ করতে হবে, বেতন নিতে হবে।” আর মন্ত্রীর তরফ থেকে এই ধরনের প্রতিক্রিয়া আসার পরেই নানা মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন। অনেকে বলছেন, রাজ্যে গণতান্ত্রিক আন্দোলন কি নিষিদ্ধ?

বারবার ডিএ আন্দোলনকারীদের ওপর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আঘাত এসেছে। শাসক দলের পক্ষ থেকে বিভিন্ন নেতারা মন্তব্যের মধ্যে দিয়ে তাদের কটাক্ষ করেছেন। আর এবার স্বয়ং মন্ত্রী অখিল গিরি যেভাবে সেই আন্দোলনকারীদের হুঁশিয়ারি দিলেন, তাতে আগামী দিন নিয়ে যথেষ্ট চিন্তায় আন্দোলনকারীরা। তাদের প্রশ্ন, মন্ত্রীর কথা অনুযায়ী এবার কি সত্যি সত্যিই তাদের আন্দোলন বন্ধ করতে বেতন কাটার পথে হাঁটবে রাজ্য সরকার! যদি তাই হয়, তাহলে আগামী দিনে আন্দোলনকারীদের আন্দোলন আরও ভয়াবহভাবে সরকারের চাপ বাড়িয়ে দিতে পারে। যা আসন্ন পঞ্চায়েত এবং আগামী লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের ঘুম ওড়াবে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!