এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > দেশে ফিরছেন মেহুল চোকসি? প্রধানমন্ত্রীর কথায় জল্পনা!

দেশে ফিরছেন মেহুল চোকসি? প্রধানমন্ত্রীর কথায় জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   ঋণখেলাপি করার দায়ে অভিযুক্ত ছিলেন তিনি। তাঁকে নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে। মূলত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 14 হাজার কোটি টাকা ঋণ জালিয়াতির মামলায় অন্যতম অভিযুক্ত ছিলেন মেহুল চোকসি। এমনকি বিরোধীদের পক্ষ থেকে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে কেন ঋণখেলাপি করেও দেশের বাইরে চলে গেল মেহুল চোকসি, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আর এই পরিস্থিতিতে এবার কি দেশে ফিরতে চলেছেন এই অভিযুক্ত? অ্যান্টিগার প্রধানমন্ত্রীর একটি বিবৃতিকে কেন্দ্র করে ব্যাপক জল্পনা ছড়িয়ে পড়ল। স্বাভাবিক ভাবেই গুঞ্জন ক্রমশ বাড়তে শুরু করেছে।

অভিযোগ, সম্প্রতি হঠাৎ করেই অ্যান্টিগার থেকে উধাও হয়ে যান এই মেহুল চোকসি। স্বাভাবিক ভাবেই তার খোঁজখবর শুরু করে দেয় সেখানকার প্রশাসন। পরবর্তীতে দেখা যায়, তিনি ডোমিনিকা দ্বীপে গিয়ে উপস্থিত হয়েছেন। একাংশের অভিযোগ, এখান থেকে কিউবা চলে যাওয়ার পরিকল্পনা করেছেন ভারতের এই অভিযুক্ত। তবে লুকআউট নোটিশ জারি করে তাকে সেখানকার প্রশাসনের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এই পরিস্থিতিতে এবার ভারতবর্ষে পাঠানো হবে মেহুল চোকসিকে বলে জানিয়ে দিলেন অ্যান্টিগার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউন। এদিন তিনি বলেন, “আশা করা যাচ্ছে, 48 ঘণ্টার মধ্যেই প্রাইভেট জেটে করে মেহুল চোকসিকে ভারতে প্রত্যাবর্তন ব্যবস্থা করা যাবে। আইনে কোনো সমস্যা হবে না বলেই বিশ্বাস করছি। ইতিমধ্যেই ডোমিনিকার প্রধানমন্ত্রীকে এই বিষয় নিয়ে অনুরোধ করেছি। কেননা অ্যান্টিগায় ফেরত আনা হলে আইনে সমস্যায় জটিলতা বাড়বে।”

অর্থাৎ এতদিন ঋণখেলাপি করার দায়ে মেহুল চোকসিকে অভিযুক্ত হয়ে নানা দেশে পালিয়ে বেরিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। আর শেষ পর্যন্ত তিনি কিউবায় পালিয়ে যাওয়ার পরিকল্পনা করলেও তাকে কঠোর হাতে দমন করে গ্রেফতার করেছে বিদেশের পুলিশ। সেদিক থেকে এবার অ্যান্টিক আর প্রধানমন্ত্রীর মন্তব্যে জল্পনা ছড়িয়ে পড়ল। দ্রুত যে মেহুল চোকসিকে ডোমিনিকার সঙ্গে আলোচনা করে ভারতে পাঠিয়ে দেওয়া হবে, সেই বিষয়টি তুলে ধরলেন তিনি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!