এখন পড়ছেন
হোম > জাতীয় > কংগ্রেস, বামফ্রন্ট, উন্নয়ন, জঙ্গলমহল, দার্জিলিং, বুদ্ধদেব ভট্টাচার্য ও মমতা বন্দ্যোপাধ্যায়

কংগ্রেস, বামফ্রন্ট, উন্নয়ন, জঙ্গলমহল, দার্জিলিং, বুদ্ধদেব ভট্টাচার্য ও মমতা বন্দ্যোপাধ্যায়


কংগ্রেস, বামফ্রন্ট, উন্নয়ন, জঙ্গলমহল, দার্জিলিং, বুদ্ধদেব ভট্টাচার্য ও মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত নির্বাচনের আগে সব মিলিয়ে জল্পনা এখন তুঙ্গে। এদিন দিল্লির যুক্তফ্রন্ট গঠনের বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি জানান, ‘‌এখন যা পরিস্থিতি কংগ্রেস এককভাবে কিছু করতে পারবেন না। সব আঞ্চলিক এবং জাতীয় দলগুলিকে একসঙ্গে জোট বাঁধতে হবে। ন্যূনতম অভিন্ন কর্মসূচীতে। তবে, আমি বাংলার রাজনীতিতে থাকতে চাই। শুধু কাঠবিড়ালী হয়ে কাজ করব।’ যুক্তফ্রন্ট গঠনে কোনোভাবেই কংগ্রেসকে মেনে নিতে পারছেন না মমতা আর তাই তিনি এদিন বললেন, ‘‌১:‌১ লড়াইয়ে আসতেই হবে। প্রত্যেক দলেরই সীমাবদ্ধতা আছে। এটা বুঝতে হবে কংগ্রেসকে। বৃহত্তর স্বার্থে উদার হতে হবে।’‌

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

বিজেপিকে ঠেকাতে ‘‌বৃহত্তর রাজনৈতিক স্বার্থে’‌ এই যুক্ত ফ্রন্ট গঠন করার কথা জানান তিনি। এদিনটিনি সিপিএম এর সমালোচনায় মুখর হয়ে বলেন, ‘‌বুদ্ধদেববাবু বা জ্যোতিবাবুর একটা আদর্শ ছিল। এখন আর তা নেই। বুদ্ধবাবু ছাড়া আর কাউকে বামপন্থী বলে মনে করিনা।’‌ এদিন মুখ্যমত্রীর সাখ্যাত্কারে উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলি, চুনী গোস্বামী, অভিনেতা দেব ছাড়াও আইনজীবী, গৃহবধূসহ সাধারণ মানুষ অনেকেই। এদিন রাজ্যের উন্নয়নের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, “কন্যাশ্রী, সবুজশ্রী, সবুজসাথী ইত্যাদি প্রকল্পের পাশাপাশি গোটা রাজ্যে খেলাধূলা ও সংস্কৃতি চর্চাতেও উত্‍সাহ দেওয়া হচ্ছে। এ জন্য বিভিন্ন খাতে প্রচুর টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। রাজ্যে চিকিত্‍সকের অভাব মেটাতে ১ লক্ষ ‘‌হাতুড়ে’‌ ডাক্তারকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই রাজ্যে ৪০ শতাংশ বেকার কমে গিয়েছে। জিএসটি-‌তে যা কাজ করেছে বাংলা, তা ইতিমধ্যে সেরার পুরস্কার ছিনিয়ে নিয়েছে কেন্দ্রের থেকে। খুব সম্প্রতি পঞ্চায়েতেও পুরস্কার পেয়েছে পশ্চিমবঙ্গ সরকার।” এরপর দার্জিলিং ও জঙ্গলমহল প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “জঙ্গলমহলে শান্তি ফেরানো আমার কাছে চ্যালেঞ্জ ছিল। দার্জিলিঙে দিল্লির খেলা চলছে। ওদের উস্কানিতে অশান্তি হচ্ছে। কিন্তু স্থায়ী সমাধান হল উন্নয়ন ও শান্তি। প্রশাসন ও পাহাড়ের মানুষ সেই সহযোগিতা করছেন।” প্রশাসনিক ক্ষেত্রে আমলাদের ভূমিকার প্রশংসা করতে এদিন তিনি ভোলেন নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!