এখন পড়ছেন
হোম > জাতীয় > মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ এবার খুলে দিতে হবে: মুকুল রায়

মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ এবার খুলে দিতে হবে: মুকুল রায়


আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কলকাতা হাইকোর্টের নির্দেশে মনোনয়নপত্র পেশের জন্য অতিরিক্ত দিন ধার্য হয়। কিন্তু বিজেপি শিবিরের অভিযোগ এই অতিরিক্ত দিনেও তাদের দলীয় প্রার্থীরা মনোনয়নপত্র পেশের ক্ষেত্রে বাধা পেয়েছে। যার জেরে বহু প্রার্থী তাদের মনোনয়নপত্র শেষ অবধি পেশ করতেই পারেনি। সেই কারণে মনোনয়নপত্র পেশে ব্যর্থ সব প্রার্থীদের নিয়ে বিজেপি নেতা মুকুল রায় রাজধানী দিল্লীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে যাবেন। এদিন মুকুল রায় রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে হয়ে চলা নানা অপ্রীতিকর ঘটনার প্রতিবাদে কলকাতার রাস্তায় প্রতিবাদ মিছিল করলেন ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যে বিজেপির সভাপতি দিলীপ ঘোষ , প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা, বিজেপির পঞ্চায়েত মুখ মুকুল রায়, শমীক ভট্টাচার্য, লকেট চট্টোপাধ্যায় প্রমুখ রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। এদিনের মিছিলেই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শাসকদলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমনাত্মক মন্তব্যে সরব হলেন। মুকুল বাবু বললেন, “মমতা বন্দ্যোপাধ্যায় কত অগণতান্ত্রিক তা দেখাব আমরা। তারপরই মানুষের কাছে বিচার চাইব।২০০৩ সালে রাজ্যে ১১৩ জনের মৃত্যু হয়েছিল পঞ্চায়েত নির্বাচনে। তারপর ২০১৩ সালে ৭৭ জনের মৃত্যু হয়েছে। এবারও চলছে মৃত্যু মিছিল। এবার আবার মনোনয়ন পর্ব থেকেই শুরু হয়ে গিয়েছে রক্তক্ষয়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ এবার খুলে দিতে হবে। তাই এই প্রতিবাদ মিছিলেই শেষ হবে না আমাদের সংগ্রাম। আমরা দিল্লির দরবারে যাচ্ছি। ৫০ জন মনোনয়ন জমা দিতে না পারা প্রার্থীদের নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে বৈঠক করব। এরপর ২০১৯-এ রাজ্যে থেকে যাতে তৃণমূলকে বিদায় করে দেওয়া যায়, সেই লক্ষ্যেই আমরা এগোব। ” রাহুল সিনহা নিজের প্রতিক্রিয়া জানিয়ে বললেন, ”  আমরা জনতার আদালতে বিচার চাইছি। আমরা আদালতেও আছি, জনতার আদালতেও আছি।” রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বললেন, “রাজ্যে অরাজকতা চলছে। এই অবস্থা থেকে মুক্ত করতে হবে রাজ্যকে। যেখানে যেখানে আমরা প্রার্থী দিতে পেরেছি, সেখানেই আমরা প্রবল লড়াই দেব। এবং আমরাই জিতব। এই পঞ্চায়েত নির্বাচন থেকেই তৃণমূলের বিদায়-ঘণ্টা বাজিয়ে ছাড়ব আমরা।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!