এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দলের বিরুদ্ধে মুখ খোলায় শুভেন্দুর পর রাজীবের সমর্থনে পোস্টার ও ফ্লেক্স, জল্পনা তুঙ্গে!

দলের বিরুদ্ধে মুখ খোলায় শুভেন্দুর পর রাজীবের সমর্থনে পোস্টার ও ফ্লেক্স, জল্পনা তুঙ্গে!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একটা সময় শুভেন্দু অধিকারীর নামে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ পোস্টার বিতর্ক রাজনৈতিক মহলে ঝড় তুলেছিল। তারপর যা ঘটেছে সেটা ইতিহাস! আর এরই মধ্যে সম্প্রতি সেই বিতর্ককে আরো একধাপ বাড়িয়ে দিয়ে বনমন্ত্রীর সমর্থনে পোস্টার কাণ্ডের সাক্ষী থাকল রাজ্য। বস্তুত, সম্প্রতি দলের বিরুদ্ধে মুখ খুলেছিলেন তিনি, সে সেই কারণেই এই কান্ড বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত উল্লেখ্য, শনিবার হরিদেবপুর এলাকায় একটি বস্ত্র বিতরণ কর্মসূচিতে যোগদান করেন রাজ্যের বনমন্ত্রী রাজীব ব্যানার্জি। আর সেখানেই বেশকিছু বিস্ফোরক মন্তব্য করে তিনি বলেন, “যারা দুর্নীতিগ্রস্ত, তারা স্তাবক বলে সামনের সারিতে। যখন মানুষ ভালো কাজ করতে আসে, তখন পিছন থেকে টেনে ধরে। যারা ঠাণ্ডা ঘরে বসে থাকে, তারাই এখন নেতৃত্বের সামনের সারিতে।”

এদিন তিনি বলেন,”কিছু মানুষ রাজনীতি করছে ক্ষমতা ভোগের জন্য। রাজনীতির প্ল্যাটফর্মকে নিজের স্বার্থে ব্যবহার করছে। আমি তাদের ঘৃণা করি।” আর সেখানেই রাজীববাবুর মন্তব্য শুনে কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর প্রধান ও মন্ত্রী ফিরহাদ হাকিম নিজের মন্তব্য প্রকাশ করেন।

আপনার মতামত জানান -

সেখানে তিনি বলেন, “এত হতাশা কেন?‌ একজন বলতে শুরু করলে, পর পর লাইন দিয়ে দল সম্পর্কে বলছেন। এত উদাস হওয়ার তো কোনও কারণ নেই। দলনেত্রী মমতা ব্যানার্জি আমাদের মাথার ওপর রয়েছেন। সামনেই বিধানসভা নির্বাচন। ঐক্যবদ্ধভাবে সকলকে কাজে নামতে হবে।” সেইসঙ্গে রাজিববাবুর প্রসঙ্গে ফিরহাদ হাকিমকে বলতে শোনা যায়, “রাজীব তো ভাল ছেলে। যোগ্য মন্ত্রী। আমাদের একমাত্র লক্ষ্য এখন, বিজেপি-‌কে বাংলায় ঢুকতে না দেওয়া।”

অন্যদিকে, কোথাও কোনো শূন্যতা নেই বলেই জানিয়েছিলেন পুরমন্ত্রী। আর এরপরই এই পোস্টার কাণ্ডে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। জানা গেছে, শ্যামবাজার, গিরিশ পার্ক, কাঁকুড়গাছি, উল্টোডাঙা সহ উত্তর কলকাতার বিভিন্ন জায়গায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ “কাজের মানুষ-কাছের মানুষ”, বা “সততার প্রতীক” লেখা পোস্টার দেখা গিয়েছে।

এখানেই সুর ছড়িয়েছেন বিরোধীরা। সেখানে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “কখনও রাজীব বলছেন। কখনও অন্যরাও বলছেন। তৃণমূলের সবাই সরব হচ্ছেন।” সেইসঙ্গে দলের সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় বলেন, যাঁদের লড়াইয়ে তৃণমূল তৈরি, রাজিব তাঁদেরই মনের কথা বলেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে কটাক্ষ করতে ছাড়েননি, লকেট চট্টোপাধ্যায় তথা বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী। এদিন তিনি বলেন, শুধু রাজীবই কেন, আরও অনেকেই বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন বলেই জানিয়েছেন তিনি। অন্যদিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, “রাজীব তৃণমূল ছাড়বে। তাই এই ধরণের কথা বলছেন। আমাদের দলে সবাইকে স্বাগত। কংগ্রেসের দরজা খোলা আছে।”

যদিও এই ঘটনায় রাজীব ব্যানার্জি বলেন, “এখনও পর্যন্ত আমি দলের একজন কর্মী। মন্ত্রিসভার একজন সদস্য। আমি এখনো দলের মধ্যে থেকেই কথা বলছি। স্বাভাবিকভাবেই গণতান্ত্রিক পদ্ধতিতে সব কথা সব জায়গায় বলাই যায়। এর মধ্যে অপরাধের তো কিছু নেই।” তবে সেখানে দলের মধ্যে কিছু কথা হলে আগামী দিনে নিশ্চিত হয়ে তিনি বলবেন বলেও জানান তিনি।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!